Advertisment

India vs Bangladesh Test: ব্যাটে বলে অশ্বিনের সামনে ছন্নছাড়া বাংলাদেশ, ২৮০ রানের লজ্জার হার টাইগার বাহিনীর

IND vs BAN 1st Test Highlights: ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সে চেন্নাই টেস্টে ২৮০ রানের লজ্জার হার হজম করতে হল শান্ত বাহিনীকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs BAN 1st Test Highlights: ভারত বনাম বাংলাদেশ

IND vs BAN 1st Test Highlights: চেন্নাই টেস্টে শোচনীয় হার বাংলাদেশের (টুইটার)

ভারত: ৩৭৬/১০ এবং ২৮৭/৪

Advertisment

বাংলাদেশ: ১৪৯/১০ এবং ২৩৪/১০

India vs Bangladesh 1st Test Match Report: হার অবশ্যম্ভাবী ছিল-ই। অশ্বিন জাদেজার ঘূর্ণিতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে হারতে হল বাংলাদেশকে। ৫১৫ রানের বিশাল লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমে বাংলাদেশ খতম হয়ে গেল মাত্র ২৩৪ রানে। অশ্বিন প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন। জাদেজার সংগ্রহ ৩ উইকেট। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল।

তিন দিনের জায়গায় ম্যাচ চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যাওয়াতেই স্বান্ত্বনা পেতে পারে বাংলাদেশ।রোহিত শর্মার ফলো অন না করানোর সিদ্ধান্ত, প্ৰথম দিন বাংলাদেশের স্লো ওভার রেট এবং তৃতীয় দিন খারাপ আলোর কারণে ৭-৮ ওভার কম খেলা হওয়ায় ম্যাচ শেষমেষ গড়িয়েছিল চতুর্থদিনে। আর রবিবার ফার্স্ট সেশনেই বাংলাদেশ বাকি ছয় উইকেট হারিয়ে ফেলল। ভারত সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

শনিবার বাংলাদেশ মাঠ ছেড়েছিল হাতে ছয় উইকেট নিয়ে। সাকিব এবং অধিনায়ক শান্ত ক্রিজে টিকে ছিলেন। দুজনে মিলে রবিবার বুমরা-সিরাজের ওপেনিং স্পেল কোনওরকমে সামলে দেন। প্ৰথম ঘন্টায় একটাও উইকেট হারায়নি বাংলাদেশ। তবে যখন মনে হচ্ছিল শান্ত-সাকিবের জুটি ভারতকে বেগ দিতে চলেছে সেই সময়েই অশ্বিন এসে দুজনের জুটিতে ভাঙন ধরান।

আক্রমণে এসে অশ্বিন প্ৰথম ওভারেই ৫০ রানের জুটিতে ভাঙন ধরিয়ে সাকিবকে আউট করার পর যেন ফ্লাডগেট খুলে যায়। এরপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। বাংলাদেশ শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪০ রান যোগ করার ফাঁকে।

প্ৰথম দুই দিন পিচে পেসারদের জন্য রসদ ছিল। তৃতীয় দিন থেকেই পিচ অনেকটাই ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। পিচে অল্প বিস্তর টার্ন এবং অসমান বাউন্স রয়েছে। এমন পিচে একটু ধৈর্য্য ধরে খেলতে পারলেই বড় রানের দেখা মিলবে। শুভমান গিল, ঋষভ পন্থের সেঞ্চুরিই যে বিষয়ের সাক্ষ্য দিয়ে যায়। এমন ব্যাটিং পিচেই দ্বিতীয় ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ রানের চাপে মাথা নুইয়ে ফেলল বাংলাদেশ।

আরও পড়ুন: বাংলাদেশের ফিল্ডিং সাজালেন পন্থ! মেনে নিলেন ক্যাপ্টেন শান্তও, চেন্নাইয়ে বড় কমেডি টাইগারদের

তৃতীয় দিনে শুরুটা খারাপ করেনি টাইগার শিবির। জাকির হোসেন এবং সাদমান ইসলাম মিলে ওয়ানডের মেজাজে ৬২ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে হালকা হলেও চাপে রেখেছিলেন। তবে বুমরা নিজের দ্বিতীয় স্পেলে জাকিরকে ফেরানোর পরেই বাংলাদেশ নুইয়ে যায়।

প্ৰথম ইনিংসে ভারত জাদেজা এবং অশ্বিনের রেকর্ড পার্টনারশিপে ভর করে ৩৭৬ তুলেছিল। ভারত একসময় ১৩৪/৬ হয়ে গিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছিল। তবে অশ্বিন-জাদেজার ১৯৯ রানের পার্টনারশিপই ম্যাচের নির্ণায়ক হয়ে উঠল। অল্প বিস্তর পেস সহায়ক পিচে বাংলাদেশ যে সিরাজ-বুমরা-আকাশ দীপের সামনে দাঁড়াতে পারবে না, তা প্রত্যাশিত-ই ছিল।

সেটাই ঘটেছে। তিন পেসারের পেসে চোখে সর্ষেফুল দেখেছিল বাংলাদেশের ব্যাটাররা। বুমরা অল্পের জন্য ফাইফার পাননি। ফলো অনের সুযোগ থাকলেও ভারত দ্বিতীয়বার ব্যাট করতে নেমেছিল আগামী টানা টেস্ট সিজনের আগে ব্যাটারদের প্রস্তুতি নেওয়ার জন্য। তাছাড়া চেন্নাইয়ের তীব্র গরমে বোলারদের রেস্ট দেওয়ার বিষয়টিও ছিল- দুই লক্ষ্যেই ভারত সফল।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারত রোহিত-কোহলি-যশস্বীকে হারালেও বাংলাদেশ কখনই ম্যাচে ছিল না। বিশাল লিডের পাহাড় চাপিয়ে গিল-পন্থের সেঞ্চুরির পরেই নির্ধারক হয়ে যায় ভারতের ম্যাচ জেতার বিষয়টি।

Indian Team Bangladesh Cricket Team India Indian Cricket Team India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment