Advertisment

Rishabh Pant-Najmul Hossain Shanto: বাংলাদেশের ফিল্ডিং সাজালেন পন্থ! মেনে নিলেন ক্যাপ্টেন শান্তও, চেন্নাইয়ে বড় কমেডি টাইগারদের

India vs Bangladesh 1st Test: ব্যাটসম্যান ঋষভ পন্থের টিপস মেনে নিয়ে ফিল্ডিং সাজালেন বাংলাদেশ ক্যাপ্টেন, বেনজির কাণ্ড চেন্নাইয়ে, দেখুন ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant, ঋষভ পন্থ, India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

Rishabh Pant: প্রতিপক্ষ অধিনায়ককে এভাবেই সাহায্য করলেন ঋষভ পন্থ (টুইটার)

IND vs BAN: বাইশ গজে বর্ণময় চরিত্র ঋষভ পন্থ। ব্যাট হাতে যেমন তান্ডব দেখান, তেমন উইকেটের পিছনে একের পর এক কীর্তিতে রং মশাল জ্বালান সাফল্যের। ৬৩২ দিন পর সাদা জার্সিতে খেলতে নেমেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। আর নেমেই রানের মুখ দেখেছেন তিনি। প্ৰথম ইনিংসে ৩৯ রানের জড়তা কাটিয়ে পন্থ দ্বিতীয় ইনিংসেই তুলে নিয়েছেন কেরিয়ারের ষষ্ঠ শতরান।

Advertisment

আর সেই সঙ্গে এমএস ধোনিকে টেস্ট শতরান সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে শনিবার অন্যভাবে আলোচনায় উঠে এলেন তিনি। ব্যাট হাতে তিনি যখন নাভিশ্বাস তুলে দিচ্ছিলেন বাংলাদেশি বোলারদের, সেই সময় তিনিই টাইগার ক্যাপ্টেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

পন্থ-গিলের পার্টনারশিপ ব্রেক করতে যখন হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশি বোলাররা, সেই সময়েই পন্থ নাজমুল হোসেন শান্তকে পরামর্শ দেন, "এখানে একজন ফিল্ডার লাগবে, ঠিক এখানে..." তবে সকলকে অবাক করে দিয়ে পন্থের পরামর্শ মেনে নেন ক্যাপ্টেন শান্ত। ঠিক সেই জায়গাতেই ফিল্ডার দাঁড় করান তিনি। যা দেখে কমেন্ট্রি বক্সে হেসে গড়াগড়ি খান রবি শাস্ত্রী, দীনেশ কার্তিকরা।

ধোনিকে শতরান সংখ্যায় ছোঁয়ার দিনেই পন্থ যেন কীর্তিতেও অনুসরণ করলেন মাহিকে। এর আগে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময় ধোনি ফিল্ডার সাব্বির রহমানকে স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়াতে বলেন। তা শুনে মাশরাফির সঙ্গে আলোচনা না করেই সাব্বির দাঁড়িয়ে যান। সেই স্মৃতিই যেন ফিরে এল আবার।

আরও পড়ুন: বাংলাদেশের পতাকা ওড়ালেই পেটাচ্ছে ভারতীয়রা! চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম হেনস্তার অভিযোগ, দেখুন ভিডিও

যাইহোক, বাংলাদেশকে চেন্নাইয়ে জিততে হলে চতুর্থ ইনিংসে ৫১৫ রান তুলতে হবে বুমরা-সিরাজদের বিরুদ্ধে। ভারত প্ৰথম ইনিংসে ৩৭৬ তোলার পর বাংলাদেশ দ্বিতীয় দিন মাত্র দেড়খানার ও কম সেশনে অলআউট হয়ে গিয়েছিল ১৪৯-এ। জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে ৮১ রান তোলার ফাঁকেই ৩ উইকেই হারিয়েছিল।

শনিবার ফার্স্ট সেশনে দাপট দেখিয়ে যান পন্থ-গিল জুটি। দুজনে চতুর্থ উইকেটে ১৬৭ রানের পার্টনারশিপ যোগ করে যান। পন্থ সেঞ্চুরি পূর্ণ করে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে উইকেট ছুড়ে আসেন। ১১৯ রানে গিল যখন অপরাজিত ছিলেন নন কেএল রাহুলের সঙ্গে সেই সময়েই ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতের ইনিংসে পরিসমাপ্তি ঘোষণা করেন।

Rishabh Pant Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment