Advertisment

IND vs BAN: ইডেন টেস্টে জোড়া কনকাশন সাব বাংলাদেশের

লিটনের পরিবর্তে ব্যাট করতে নেমে অবশ্য তেমন কিছু করতে পারেনি মেহদি হাসান মিরাজ। ১৩ বলে ৮ রান করে শর্ট মিড উইকেটে পূজারার হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Liton Das

অনুশীলনে লিটন ও মুশফিকুর (টুইটার)

গোলাপি বলের ঐতিহাসিক টেস্টেই জোড়া কনকাশন সাব! লিটন দাস ও নঈম হাসান দুই তারকাই মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন ইডেন টেস্ট থেকে। ইডেন টেস্টে মাথায় চোট পেয়ে আর খেলতে পারবেন না লিটন দাস। তাঁর পরিবর্তে ইডেন টেস্টের বাকি সময়ে খেলবেন মেহদি হাসান মিরাজ। মহম্মদ শামির শর্ট বল আছড়ে পড়েছিল লিটনের হেলমেটে। প্রথমবার সেই আঘাত সামলে খেলে গেলেও কিছুক্ষণ পরেই ইশান্তের বলও ধাক্কা খেয়েছিল হেলমেটে। তারপরে আর ঝুঁকি না নিয়ে ক্রিজ ছাড়তে বাধ্য় হয়েছেন লিটন। আহত ও অবসৃত হয়ে ফিরতে হয়েছে সাজঘরে।

Advertisment

একইভাবে শামির বল ছোবল মারে নঈম হাসানের হেলমেটেও। তারপরে তাঁকেও হাসপাতালে যেতে হয়েছে। নঈমের পরিবর্তে খেলছেন স্পিনার তাইজুল হোসেন।

আরও পড়ুন কোথায়, কখন দেখবেন গোলাপি বলের টেস্ট, জানুন বিস্তারিত

লিটনের পরিবর্তে ব্যাট করতে নেমে অবশ্য তেমন কিছু করতে পারেনি মেহদি হাসান মিরাজ। ১৩ বলে ৮ রান করে শর্ট মিড উইকেটে পূজারার হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন। জানা গিয়েছে, চোট পাওয়ার পরেই লিটনকে স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও স্ক্যান রিপোর্ট পাওয়া যায়নি। শামির বলে পরে আঘাত পেয়েছেন নঈম হাসানও। ভারতীয় ফিজিও সঙ্গেসঙ্গে মাঠে নঈমের চিকিৎসা করতে হাজির হয়ে গিয়েছিলেন।


আরও পড়ুন IND vs BAN: শামি-উমেশদের বোলিংয়ে নাজেহাল বাংলাদেশ

ঘটনা হল, কনকাশন পরিবর্ত হিসেবে বাংলাদেশের হাতে বাড়তি কোনও ব্যাটসম্যান নেই। আঙুলে চোট পেয়ে সঈফ হাসানও ছিটকে গিয়েছেন ইডেন টেস্টের আগেই। তাই বাধ্য হয়ে নামাতে হল মেহদি হাসান মিরাজকে। যিনি কিছুটা ব্যাটিংও করতে পারেন। প্রথম একাদশের বাইরে ছিলেন মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন IND vs BAN: ১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, ৫ উইকেট ইশান্তের

এর অর্থ, উইকেটকিপিং করতে হবে মহম্মদ মিঠুন কিংবা মুশফিকুর রহিমকে। রহিম কিছুদিন আগেই জানিয়েছিলেন টেস্টে আর উইকেটকিপিং করবেন না। তবে পরিস্থিতির বিপাকে পড়ে তাঁকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হবে। প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ হয়ে গেল ১০৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় ছয় ব্যাটসম্যানকেই খেলতে হবে ইডেনে।

মাঠ ও মাঠের বাইরে দু-দিকেই সমস্যায় আক্রান্ত বাংলাদেশ।

Read live updates HERE

Bangladesh BCCI Eden Gardens
Advertisment