Rohit Sharma, KL Rahul: এই বাংলাদেশকে পুরোনো ধ্যাড়ধেড়ে মার্কা বাংলাদেশ ক্রিকেট দল ভাবলে ভুল হবে। ঠিক এইরকম ভাষাতেই ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। সৌরভ গাঙ্গুলিদের মত কয়েকজন যখন পরিসংখ্যান দেখিয়ে, বাংলাদেশকে তো হুস করে উড়িয়ে দেবে রোহিতরা, এই জাতীয় মার্কা কথাবার্তা বলে যাচ্ছেন, সেই সময়ই জাফর কিন্তু, টিম রোহিতকে সতর্ক করলেন। আর, তার যথেষ্ট কারণও আছে। সবচেয়ে বড় কারণ, সাম্প্রতিক অতীত। পাকিস্তানে গিয়ে ক্রিকেটে শক্তিশালী পাকিস্তান দলকে হারিয়ে এসেছে এই বাংলাদেশ দল।
আর, সেই বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্লেষণ করেই জাফর বলেছেন, এই বাংলাদেশ তাদের মানসিকতা বদলেছে। অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। দল হিসেবেও উন্নতি করেছে। আর, আগে যেমন শুধুমাত্র স্পিন-বান্ধব পিচে খেলার মানসিকতা ছিল। সেই মানসিকতা ছেড়েও এগিয়েছে। এই প্রসঙ্গে, ভারতীয় দলকে সতর্ক করে জাফর বলেছেন, গত দুই বছরে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড এবং আন্দ্রে অ্যাডামস বাংলাদেশে ফাস্ট বোলার তৈরির কাজ করেছেন। যার ফলে শরিফুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মাহমুদের মত পেসাররা উঠে এসেছে।
বাংলাদেশের কাছে তাইজুল ইসলাম, সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের মত স্পিনাররা আছে। কিন্তু, পাকিস্তানে তাদের পেসাররাই বেশি প্রভাব ফেলেছে। পাকিস্তানে তাসকিন আহমেদ, রানা, মাহমুদ, শরিফুল ইসলামের মত পেসাররা ২১ উইকেট নিয়েছেন। তার ওপর ভর করেই টাইগাররা পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজে হারিয়েছে। স্পিডস্টাররা ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও জয়ের সেই ধারা বজায় রাখতে চাইবে।
এই প্রসঙ্গে জাফর বলেন, 'আমি মনে করি যে ওরা মানসিকতা বদলেছে। ঘরের মাঠেও কিছুটা গতি নিয়ে বাউন্সি পিচে ওরা খেলতে চায়। আফগানিস্তানের বিরুদ্ধে ওরা যে সিরিজ জিতেছে, সেই পিচও গতিময় এবং বাউন্সি ছিল। এবাদত হোসেন এবং তাসকিন আহমেদরা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার থেকেই আমার মনে হয়, ওদের মানসিকতা বদলেছে। ওরা শুধু স্পিনের ভরসায় আর থাকছে না।'
আরও পড়ুন- সরফরাজকে 'চাপ' রোহিতের! বাংলাদেশ টেস্টের আগেই বড় মন্তব্যে ঝড় তুললেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন
২০২২ সালে, মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। এবাদত ছয় উইকেট নিয়েছিলেন। জাফর, কোচ হিসাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন যে, টাইগাররা বিদেশের টেস্টেও তাদের দক্ষতা দেখাতে শুরু করেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর- ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে।
সেই প্রসঙ্গে জাফর ভারতীয় দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, 'ওরা এখন অনেক অভিজ্ঞ। বাংলাদেশ আগেও ঘরের মাটিতে ভালো খেলত। এখনও বিদেশে গিয়েও ভালো খেলছে। ২০০২-এ নিউজিল্যান্ডে গিয়ে (বে ওভাল, মাউন্ট মাউঙ্গানুইয়ে) নিউজিল্যান্ডকে হারিয়েছে। এবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারাল। সীমিত ওভারের ক্রিকেটে ওরা ঘরের বাইরে ভালো খেলছে। ওদের গাইড করার জন্য বেশ কয়েকজন সিনিয়র আছে। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে খেলছেন। ওঁরা জুনিয়রদের গাইড করছেন।'