Advertisment

Rohit Sharma Press Conference: সরফরাজকে 'চাপ' রোহিতের! বাংলাদেশ টেস্টের আগেই বড় মন্তব্যে ঝড় তুললেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন

Rohit Sharma on KL Rahul: সরফরাজ খানের টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়া নিয়ে বড় ইঙ্গিত রোহিতের, চাপ বাড়ল তারকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Sarfaraz Khan, রোহিত শর্মা, সরফরাজ খান,

Rohit Sharma-Sarfaraz Khan: সরফরাজের বদলে যে কেএল রাহুল দলে থাকছেন, রোহিত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। (ছবি- টুইটার)

Rohit Sharma, KL Rahul: তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কেএল রাহুলকেই দলে চাইছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। চলতি বছরেই ইংল্যান্ড টেস্টে দুর্দান্ত খেলেছিলেন সরফরাজ খান। কিন্তু, তারপরও অভিজ্ঞ রাহুলের ওপরই ভরসা রাখতে চান রোহিত। দীর্ঘ ফরম্যাটের দলীপ ট্রফিতেও রাহুলের পারফরম্যান্স ভালো। যার ফলে, রাহুলের ওপরই ভরসা রাখছেন রোহিত শর্মা

Advertisment

চেন্নাইয়ে সাংবাদিকদের রোহিত বলেছেন, 'কেএল-এর দক্ষতা কতটা, আমরা জানি। ক্রিকেটে চলা শুরু করার পর হাতেগোনা কয়েকজন ক্রিকেটারই লাগাতার ভালো খেলে গিয়েছেন। না হলে সবার জীবনেই একটা উত্থান-পতন ঘটেছে। আমাদের বার্তাটা পরিষ্কার। আমরা চাই, কেএল সব ম্যাচ খেলুক। আর, আমরা সেই চেষ্টাই করেছি। ও দক্ষিণ আফ্রিকায় অপরাজিত থেকেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ রান করেছিল। ওঁর প্রতিভা আছে। ওকে আমরা খেলাতে চাই। এই বার্তাটাই আমরা ওকে পৌঁছে দিতে চাইছি। কারণ, স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে ও বেশ ভালো খেলে। আমাদের বিশ্বাস যে ও টেস্ট ক্রিকেটটাও ভালোই খেলবে। আর, বেশি করে খেললে ও টেস্ট ক্রিকেটে উন্নতিও করবে।'

রোহিত উল্লেখ করেছেন যে বিরাট কোহলি, কেএল রাহুল এবং ঋষভ পন্থের দলে ফেরা, অধিনায়ক হিসেবে তাঁর সেরা একাদশ বেছে নেওয়ার কাজটা সহজ করেছে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ ছিল। সেই সমস্যাটাও কেটেছে এর ফলে। রোহিত বলেন, 'আমরা যখন একাদশ নির্বাচন করি তখন চিন্তা করি, কোন খেলোয়াড় গত ১০-১৫ বছরে কী করেছে। কিন্তু, আপনার সামনে যখন ভালো পারফর্ম করা খেলোয়াড়রা আছে, তখন সেসব ভাবতেই হবে না। স্রেফ দলে নিলেই হবে। গতবার অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছিল। কিন্তু, এবার স্কোয়াডের বেশিরভাগই শিবিরে। কোনও ইনজুরিও নেই। যার ফলে টেস্ট ম্যাচ জিততে পারে, এমন সেরা একাদশ বাছাই করা সহজ হয়ে গিয়েছে।'

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলের উদাহরণ তুলে ধরে ভারতীয় অধিনায়ক জানান যে তাঁরা এই সিরিজটাকে হালকাভাবে নিচ্ছেন না। রোহিত বলেন, 'এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ড্রেস রিহার্সাল না। আমাদের জন্য প্রতিটা খেলাই গুরুত্বপূর্ণ। কারণ, ডব্লিউটিসি টেবিল এখনও খোলা আছে। আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। আর এই টেস্টও তার ব্যতিক্রম নয়। আমাদের এই টেস্ট এবং সিরিজ জিততেই হবে।'

এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ছয় মাস পর ভারত লাল বলের ফরম্যাটে ফিরছে। বৃহস্পতিবার থেকে শুরু করে ভারত আগামী সাড়ে তিন মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে। নিজের দলের কথা বলতে গিয়ে রোহিত যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলের মতো তরুণদের প্রশংসা করেছেন।

আরও পড়ুন- সেরা দল নামানো সম্ভব নয়! বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেই আগেই চড়া মন্তব্য রোহিতের, উঠল ঝড়

রোহিত বলেন, 'ওদের কথা খুব বেশি বলার কিছু নেই। জয়সওয়াল আর জুরেল নতুন কিন্তু খুব প্রতিভাবান। তিনটি ফরম্যাটেই খেলার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই ওদের আছে। আমাদের শুধু ওদের গড়ে তুলতে হবে। খেলার সময় আমরা কী ভাবি, সেটা ওদের বোঝাতে হবে। ওরা ভালো কিছু করতে চায়। জয়সওয়াল তো ইতিমধ্যেই একটা ভালো সিরিজ খেলেছে। জুরেলও দেখিয়েছে, চাপের মধ্যে কী করতে পারে। এমন খেলোয়াড়ই দরকার, যাঁরা নির্ভীক, দায়িত্বশীল আর যাদের মধ্যে সব ফরম্যাটে খেলার ক্ষমতা আছে।'

Sarfaraz Khan KL Rahul Test cricket Rohit Sharma
Advertisment