Gautam Gambhir On Bangladesh Cricket Team: ২৪ ঘন্টা পরেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেই মেগা সিরিজের আগে বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছেন টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর। বলে দিলেন, বিশ্বের কোনও দলকেই ভয় পায় না ভারত। তবে বাংলাদেশ সহ সকল দলকেই সম্মান জানায়।
১৯ তারিখে চেন্নাইয়ে প্ৰথম টেস্টের পর ভারত সিরিজের শেষ টেস্টে নামবে ২৭ সেপ্টেম্বর, কানপুরের গ্রিন পার্কে। সেই সিরিজের আগে গৌতম সরাসরি বলে দিয়েছেন, ভারত প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে বরং নিজেদের খেলায় ফোকাস করতে চায়।
"আমি বড্ড বিশ্বাস করি আমরা কাউকে ভয় পাইনা। তবে সকলকে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। আমরা প্রতিপক্ষকে দেখি না। বরং নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।" বলে দিয়েছেন গম্ভীর।
বাংলাদেশ ভারতে পা রেখেছে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় সম্পন্ন করে। রাওয়ালপিন্ডিতে দুটো টেস্টেই বাংলাদেশ পিছিয়ে পড়া অবস্থা থেকে বাংলাদেশ খতম করে দিয়েছিল পাকিস্তানকে। প্ৰথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জয়ের ব্যবধান ছিল ৬ উইকেট।
সাকিব, মুশফিকুরের মত বর্ষীয়ান তারকাদের সঙ্গেই বাংলাদেশের জার্সিতে ভারতে আসছেন লিটন দাসের মত প্রতিষ্ঠিত তারকা, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানার মত উঠতি প্রতিভারা। বাংলাদেশ স্কোয়াডে চোটের জন্য জায়গা পাননি শরিফুল ইসলাম। পাকিস্তান স্কোয়াড থেকে একটিই মাত্র পরিবর্তন হয়েছে। আহত শরিফুলের জায়গায় অন্তর্ভুক্তি ঘটেছে জাকের আলি অনিকের।
আরও পড়ুন: আমার থেকে মাঠে বেশি ঝামেলা করেছ তুমি! পাশে বসিয়ে কোহলিকে ঠুকলেন গম্ভীর, দেখুন ভিডিও
তবে এই সব ফ্যাক্টর নিয়ে ভাবতে রাজি নন গৌতম গম্ভীর। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, "ওঁরা পাকিস্তানে যা করেছে, সেই জন্য ওঁদের অভিনন্দন। ওঁদের দলে যথেষ্ট কোয়ালিটি রয়েছে। তবে এটা একটা নতুন সিরিজ। সাকিব, মুশফিকুর, মেহেদির অভিজ্ঞতা রয়েছে। তবে আমরা কিন্তু প্ৰথম বল থেকেই ঝাঁপাব।"
ভারত বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আগামী দুই টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ জয়লাভ করলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে আসন্ন বর্ডার গাভাসকার সিরিজ ড্র করলেই চলবে।