Advertisment

Hardik Pandya-Suryakumar Yadav: সূর্যের ক্যাপ্টেন্সিতে খেলতে কেমন লাগছে জাতীয় দলে! বাংলাদেশকে ধুলোয় মেশানোর পরেই বিস্ফোরক জবাব হার্দিকের

Hardik Pandya on Suryakumar Yadav captaincy: আইপিএলে তাঁর নেতৃত্বে খেলবেন সূর্যকুমার, জাতীয় দলে আবার উল্টো ঘটনা। সম্পর্কের সমীকরণ নিয়েই বিস্ফোরক হার্দিক পান্ডিয়া

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Hardik Pandya, Suryakumar Yadav, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব

Hardik Pandya-Suryakumar Yadav: হার্দিক শনিবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। (ছবি- টুইটার)

India vs Bangladesh 3rd t20I: রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের বিদায়ের পরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতীয় টি২০ দলে এক নতুন পরিবেশ তৈরি করেছেন। এবার সেকথা খোলাখুলি স্বীকার করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবকে ভারতীয় টি২০ দলের অধিনায়ক করা হয়ে। তার আগে শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়াই অধিনায়ক হবেন। ফলে, নতুন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়ে যান। 

Advertisment

অনেকে তো তখন সোজাসুজি বলেছিলেন, হার্দিকই হলেন রোহিতের প্রকৃত উত্তরসূরি। কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটি সূর্যকেই অধিনায়ক বেছেছিল। তাতে আবার অনেকে ভেবেছিলেন, এতে হার্দিক-সূর্যের সম্পর্ক নষ্ট হবে। কিন্তু, বাস্তবে দেখা গেল যে, তেমনটা কিছু হয়নি। উলটে, সূর্য এবং হার্দিক পরস্পরের হাত ধরে চলা শুরু করেছেন। গম্ভীর কোচ হওয়ার পর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত টি২০ সিরিজ খেলল। দুটোই ৩-০ ব্যবধানে টিম ইন্ডিয়া জিতেছে। 

এই সাফল্যের রহস্য দলের মধ্যে সদস্যদেরকে দেওয়া অবাধ স্বাধীনতা। অধিনায়ক সূর্যকুমার ও কোচ গৌতম গম্ভীর দলের সদস্যদেরকে স্বাধীনতা দিয়েছে। এমনটাই মনে করেন হার্দিক পান্ডিয়া। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতার পর তিনি এই স্বাধীনতা দেওয়ার জন্য অধিনায়ক ও কোচকে ধন্যবাদও দিয়েছেন। 

আরও পড়ুন- বাংলাদেশকে কেন মাঠেই 'জবাই'! ভারত, BCCI-কে ধুন্ধুমার আক্রমণ 'পাক' জন্মজাত তারকার, ভয়াল অভিযোগ সামনে

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে হার্দিক সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সিরিজ জয়ের পর তিনি বলেন, 'অধিনায়ক এবং কোচ যে ধরনের স্বাধীনতা দিয়েছেন, পুরো দলটাকেই বদলে দিয়েছে। প্রত্যেক খেলোয়াড় স্বাধীনতা পাচ্ছে। ড্রেসিংরুম যদি ভালো হয়, ম্যাচেও প্রভাব পড়ে। সেই জন্যই সবাই আরও বেশি করে চেষ্টা চালাচ্ছে।' এই সিরিজে তাঁর, সিরিজ সেরা হওয়া প্রসঙ্গে হার্দিক বলেছেন, 'ফিট ছিলাম, চুটিয়ে খেলেছি। ঈশ্বরকে এজন্য ধন্যবাদ।' এই সিরিজে তাঁর সেরা শট কোনটা? জবাবে ম্যান অফ দ্য সিরিজ সাংবাদিক বৈঠকে বলেছেন, 'হেলিকপ্টার শটটা, কভারের ওপর দিয়ে মেরেছি।' 

Hardik Pandya T20 Indian Cricket Team Indian Team India Cricket Team Team India Team India Suryakumar Yadav
Advertisment