Advertisment

Hardik Pandya and Sanju Samson: বাংলাদেশকে ধুয়ে দিয়েই হৃদয় গলানো কীর্তি, হার্দিক-সঞ্জুর কাণ্ডে কুর্নিশ ক্রিকেট বিশ্বের

Hardik Pandya Sanju Samson pay tribute: মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সঞ্জু ও হার্দিকের ওই কীর্তি। নেটিজেনরা রীতিমতো সাধুবাদ জানিয়েছেন ভারতীয় দলের দুই তারকাকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Hardik, Sanju, হার্দিক, সঞ্জু

Hardik-Sanju: সঞ্জু ম্যাচের সেরা ও হার্দিক, সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। (ছবি- টুইটার)

India vs Bangladesh, 3rd T20I: টিম ইন্ডিয়ার তৃতীয় টি২০ সিরিজ জয়ের পর হায়দরাবাদের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে নিয়ে ছবি তুললেন হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনরা। মুহূর্তে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শনিবার নিজামের শহরে বাংলাদেশ সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে, কার্যত তাণ্ডব চালিয়ে ভারতীয় দল বাংলাদেশকে দুরমুশ করেছে। এই ম্যাচ জেতায় ৩-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে ভারত তোলে ২৯৭ রান। সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেন। হার্দিক পান্ডিয়া আবার ফিনিশিংয়ে তাঁর কেরামতি দেখান। ভারতের এই বিপুল রান তাড়া করতে গিয়ে ৭ উইকেটে ১৬৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

Advertisment

স্যামসন এই সিরিজে ওপেনার হিসেবে নতুন ভূমিকায় নেমেছেন। কিন্তু, প্রথম দুটি ম্যাচে তিনি সাফল্য পাননি। করেছেন ২৯ এবং ১০ রান। কিন্তু, তৃতীয় ম্যাচে তিনি বুঝিয়ে দিলেন, তাঁকে ওপেনার হিসেবে নামানোর সিদ্ধান্তটা সঠিক। ৪৭ বলে ১১১ রান করেছেন কেরলের ব্যাটার। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টি২০ ফরম্যাটে যা প্রথম। হার্দিক, সিরিজের গোড়া থেকেই ভালো খেলেছেন। তৃতীয় টি২০-তেও ১৮ বলে ৪৭ রান করেছেন। তিন ম্যাচে ২২২.৬৪ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১১৮ রান। পাশাপাশি নিয়েছেন ১ উইকেট, ৫টি ক্যাচ। তিনি 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হয়েছেন। আর, সঞ্জু হয়েছেন, 'ম্যান অফ দ্য ম্যাচ'।  

 

ম্যাচের পর সঞ্জু এবং হার্দিক, ভারতীয় দলের এই দুই তারকা হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রাউন্ড স্টাফদের সঙ্গে নিয়ে ছবি তোলেন। যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এই টি২০ সিরিজ শেষের পর ভারতের সামনে এখন নিউজিল্যান্ড সিরিজ। তিন ম্যাচের টেস্ট খেলতে নিউজিল্যান্ড ভারতে আসছে। ১৬ অক্টোবর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলার পর ভারত যাবে অস্ট্রেলিয়ায়, পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকার টেস্ট সিরিজ খেলতে।

আরও পড়ুন- 'বাঘ নির্যাতনে' অভিযুক্ত টিম ইন্ডিয়া! দশেরায় বাংলাদেশকে অসুর বানিয়ে রেকর্ডেই বিসর্জন হায়দরাবাদে

ভারত ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন খেলতে পারে, সেটাই দেখার। পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে দুরমুশ করলেও ভারতে গো-হারা হেরেছে। এই জয়, টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার রাস্তা কিছুটা হলেও পরিষ্কার করেছে। এবার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারত ভালো সাফল্য পেলে, সেই রাস্তা আরও পরিষ্কার হবে।

Hardik Pandya Bangladesh Cricket T20 Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Sanju Samson Team-India Team India Team India
Advertisment