Babar Azam in Pakistan vs Bangladesh 2nd test: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। টানা দুটো টেস্ট জিতে পাকিস্তানকে বাংলা-ওয়াশ করেছে নাজিমুল হোসেন শান্তর দল। আর বেনজির ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দল সমালোচকদের নিশানায়। একের পর এক প্রাক্তনী যেমন চড়াভাবে আক্রমণ করছেন, তেমন সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলেছেন।
আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে স্বয়ং বাবর আজম। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি 'মিনো ব্যাশার'। অর্থাৎ ছোট দলের বিরুদ্ধে বরাবর তিনি জ্বলে ওঠেন। বড় দলের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক ব্যর্থতায় এমনিতেই তাঁকে রসিকতা করে বলা হয়, 'জিম্বাবর' নামে।
তাৎপর্যপূর্ণভাবে বাবরের শেষ আন্তর্জাতিক শতরান এসেছিল নেপালের মত দলের বিপক্ষে। এমনকি টেস্টে শেষবার শতরান হাঁকিয়েছিলেন দুই বছর হয়ে গেল। করাচির পাটা পিচে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শতরান করার পর আর তল খুঁজে পাননি একসময় কোহলির সঙ্গে তুলনা হওয়া এক পাক ব্যাটার।
আরও পড়ুন: মোদি সরকারকে কোটি কোটি টাকা দিলেন সৌরভ! সেরার সেরা তালিকায় একমাত্র বাঙালি মহারাজ-ই
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে টানা চারটে ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। তিনি প্রথম টেস্টে ০ এবং ২২ রান করেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩১ রানে আউট হন। বাবর আজম পাকিস্তানের হয়ে বহুবার ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। বাংলাদেশ সিরিজে ব্যর্থতা তাঁর কেরিয়ারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ পিসিবিকে চাপ দেওয়া হচ্ছে বাবরকে বাদ দেওয়ার জন্য। প্রশ্ন উঠেছে শাহিন আফ্রিদিকে যদি দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়ার সাহস দেখায়, কেন বাবরের ক্ষেত্রে পিসিবির অন্য নীতি।
Bhai Iske Samne CarryMinati, Triggered Insaan, Thugesh.... Sab Fail Hai
— Pabitra (@Adians0097) September 4, 2024
Babar IPL mein ₹130 ka bhi nhi bikega 🤣🤣 pic.twitter.com/aCrBoNIbuX
এদিকে, দ্বিতীয় টেস্টে সাধারণ আউট হওয়ার পর বাবর এক্স-এ নির্মমভাবে ট্রোলড হয়েছিলেন। ভক্তরা বাবরের অবস্থার জন্য হাস্যকর মিম প্রচার করেছেন। তাঁকে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, 'মুঝে জিম্বাবুয়ে জানা হ্যায়...।' এবার বাবর আজমের বিরুদ্ধে সোচ্চার হলেন পাকিস্তানেরই দুই ইউটিউবার। তাঁরা সাফ বলে দিলেন, বাবর যদি আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেন, তাহলে তাঁর ১৩০ টাকা খরচ করেও কোনও দল তাঁকে কিনবে না।
কেরিয়ারের এমন দুঃসময়েই বাবরের পাশে দাঁড়িয়েছেন ভারতের দীনেশ কার্তিক। যিনি বাবর আজমের সম্পর্কে বলে দিয়েছেন, "একজন খেলোয়াড় হিসেবে বাবর আজমের মান নিয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়। তাঁর ব্যাটিং সম্ভাবনা অসামান্য। তবে আমি মনে করি যে একজন অধিনায়ক হিসেবে ও অনেক চাপের মধ্যে আছে। তাই ওঁকে ফের অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।"