Team India Predicted Playing XI For t20 series Against Bangladesh: ওপেনিং করবেন সঞ্জু স্যামসন। ফিনিশার হিসেবে থাকবেন রিংকু সিং ও শিবম দুবে। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে এভাবেই সবচেয়ে শক্তিশালী একাদশ বাছাই করেছেন নির্বাচকরা। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি২০ সিরিজ। পরের দুটো ম্যাচ হবে দিল্লিতে ৯ অক্টোবর এবং হায়দরাবাদে ১২ অক্টোবর। দিল্লির ম্যাচ হবে অরুণ জেটলি স্টেডিয়ামে।
বিসিসিআই ইতিমধ্যেই টি২০ সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেই ঘোষণা সোশ্যা মিডিয়া X (পূর্বতন টুইটার)-এ জানিয়েও দেওয়া হয়েছে। টেস্ট দলের খেলোয়াড়দের বিশ্রাম দিতে টি২০ সিরিজে নেওয়া হয়নি। এই বিশ্রামের দরকার ছিল। কারণ, ভারত আগামী তিন মাসে আটটি টেস্ট খেলবে। তাই নির্বাচকরা হাই-প্রোফাইল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব।
সূর্যকুমার যাদব বর্তমানে ফিট আছেন। তিনি টি২০ সিরিজে মেন ইন ব্লু দলের নেতৃত্ব দেবেন। ৩৪ বছর বয়সি ডানহাতি ব্যাটার সূর্য টি২০ ফরম্যাটে ভারতের তৃতীয় সেরা রান স্কোরার। তিনি সম্ভবত তিন নম্বরে ব্যাট করবেন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও রুতুরাজ গায়কোয়াড় এই দলে নেই। অভিষেক শর্মা ইনিংস শুরু করবেন। তাঁর পার্টনার থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গত টি২০ সিরিজে সঞ্জু বিশেষ কিছুই করতে পারেননি। সেটাও ছিল তিন ম্যাচের সিরিজ। সেই অপ্রাপ্তিই কেরলের সঞ্জু বাংলাদেশ সিরিজে ঘরের মাঠে মিটিয়ে নিতে চাইছেন। চার নম্বরে সম্ভবত নামবেন অসমের রিয়ান পরাগ। পাঁচে হার্দিক পান্ডিয়া ও ছয়ে রিংকু সিং। একাদশে সপ্তম স্থানের জন্য লড়াই হবে ফাস্ট বোলার কাম অলরাউন্ডার শিবম দুবে ও নীতীশ রেড্ডির মধ্যে। অষ্টম স্থানে এবং নবম স্থানে নামতে পারেন দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোই। আরশদীপ সিং ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন- না খেললেই এবার নামবে নিষেধাজ্ঞা! বিদেশি ক্রিকেটারদের চড়া শাস্তির হুঙ্কার জয় শাহদের
দিল্লির মায়াঙ্ক যাদব ও হর্ষিত রানাও ১৫ সদস্যের স্কোয়াডে আছেন। তাঁদের একজনকে দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে দলে নেওয়া হতে পারে। জিতেশ শর্মা ও বরুণ চক্রবর্তী টি২০ স্কোয়াডে থাকলেও তাঁরা কতটা সুযোগ পাবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। এর মধ্যে জিতেশের তবুও একটু সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু, সঞ্জু স্যামসন আছেন। সঞ্জু উইকেটকিপিং ছাড়াও ওপেনার হিসেবেও খেলতে পারেন। আর, সেই কারণেই জিতেশের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।