Advertisment

India Predicted Playing XI Against Bangladesh: বিশ্বকাপ ফাইনালের হিরোকেই বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্টে বাদ! গম্ভীরের ইঙ্গিতে স্পষ্ট ভারতের ১১

Team India's Likely XI For 1st Test vs India: সরফরাজ খান, কুলদীপ যাদবদের অপেক্ষা করতে হবে প্রথম একাদশে ঢোকার জন্য। ম্যাচের আগেই বড় মন্তব্য হেড কোচ গম্ভীরের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND VS BAN, Bangladesh squad for India Tests, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত

Team India predicted playing XI against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট একাদশ কার্যত ঠিক (টুইটার)

India Predicted Playing XI For 1st Test Against Bangladesh: একমাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে ছিল টিম ইন্ডিয়া। তারপরে বৃহস্পতিবার থেকেই মাঠে ফিরছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট এবং তিনটি টি২০-র হোম সিরিজ খেলবে ভারত।

Advertisment

আর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন একাদশ নামাতে চলেছে, তা ইঙ্গিত পাওয়া গিয়েছে ম্যাচের আগে হেড কোচ গম্ভীরের সাংবাদিক সম্মেলনে।

জানা যাচ্ছে, ভারত চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে ৩+২ ফর্মুলায় দল সাজাতে চলেছে। অর্থাৎ তিন স্পিনার এবং দুই পেসার কম্বিনেশনে টিম ইন্ডিয়া দল সাজাবে। স্পিনার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা থাকছেনই। তৃতীয় স্পিনার হিসাবে লড়াই ছিল অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। তবে কুলদীপকে শুরুর একাদশে রেখেই এগারো বাছতে চলেছে ভারত।

ম্যাচের আগেই এই ইঙ্গিত দিয়ে কোচ গম্ভীর বলেছেন, "ওঁরা (অশ্বিন-জাদেজা) টেস্টের শুরুর দিন হোক বা পঞ্চম দিন যে প্রভাব ফেলতে সক্ষম, তা অবিশ্বাস্য। ওঁরা একই সঙ্গে আগ্রাসী এবং রক্ষণাত্মক দুই ধরণেরই বোলিং করতে পারে।"

আরও পড়ুন: ভারত কিন্তু পাকিস্তান নয়! বাংলাদেশকে সতর্ক করে চড়া হুঁশিয়ারি গম্ভীরের, কাঁপন শুরু টাইগারদের

জানা যাচ্ছে, টি২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা অক্ষর প্যাটেল জায়গা পাচ্ছেন না আপাতত। বদলে কুলদীপকে নিয়ে বাংলাদেশের মোকাবিলায় নামছে গম্ভীর-রোহিতের টিম ইন্ডিয়া। দুই পেসার হিসেবে জায়গা পেতে চলেছেন জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ দুজনেই।

গম্ভীর ভারতের পেস ব্যাটারির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, "ভারতের বোলারদের- বুমরা, শামি, সিরাজ, অশ্বিন, জাদেজাদের কৃতিত্ব দিতেই হবে। ওঁরা গোটা দেশকে বোলিং-আচ্ছন্ন করে তুলেছে। ঘটনা হল, বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। এটা শুধু ওঁর পারফরম্যান্স নয়, খেলার প্রতি খিদেটাও দেখার মত। সেরা ব্যাপারটা হল, ও যত বেশি সম্ভব টেস্ট ক্রিকেট খেলতে চায়। এটা কোনও লাক্সারি নয়। ম্যাচে যেকোনও সময় প্রভাব ফেলার সামর্থ্য রয়েছে ওঁর। আশা করি, এই সিরিজেও এবং আগামীতেও ও সেটা বজায় রাখতে পারবে।"

ব্যাটিংয়ে উইকেট কিপার হিসাবে টেস্টে প্রত্যাবর্তন পাকা ঋষভ পন্থের। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার খেলেছিলেন তারকা কিপার-ব্যাটার। এবার ৬০০-রও বেশি দিন পরে আন্তর্জাতিক টেস্ট খেলতে চলেছেন তিনি। ঋষভ খেললে অপেক্ষা করতে হবে ধ্রুব জুরেলকে। পন্থের নির্বাচনে কার্যত শিলমোহর ফেলে কোচ গম্ভীর বলে দিয়েছেন, "আমরা সকলেই জানি, ব্যাট হাতে ও কতটা বিধ্বংসী হতে পারে। ওঁর বয়সে খুব বেশি ক্রিকেটাররা ওঁর মত অর্জন করতে পারেনি। ব্যাটিং এবং উইকেটকিপার হিসাবে ও অনবদ্য। আসলে ওঁর ব্যাটিং স্কিলের প্রশংসা স্পিনারদের বিরুদ্ধে ওঁর কিপিংয়ের ক্ষমতাকে অনেক লঘু করে দেখায়।"

মিডল অর্ডারে একইভাবে ধ্রুব জুরেলদের মতই অপেক্ষা করতে হবে সরফরাজ খানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত অভিষেক ঘটানো সরফরাজকে জায়গা ছাড়তে হবে কেএল রাহুলের জন্য। ভারতের প্ৰথম একাদশে দুজনের মধ্যে প্রথম পছন্দ কেএল-ই।

বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্টে যেভাবে দল সাজাতে চলেছে ভারত: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Sarfaraz Khan Team India Axar Patel
Advertisment