India vs Bangladesh Ticket: পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ১৫ টাকা। বহু জায়গায় যা সিঙাড়ার থেকেও কম। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা দেশে অবিশ্বাস্য কম দামে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এত কম দামে টিকিট বিক্রি করেও মাঠ ভরানো যায়নি। শেষমেশ বিনামূল্যে প্রবেশের অফার দেয় পিসিবি। রাওয়ালপিন্ডিতে যদি কার্যত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলে থাকে সফরকারী বাংলাদেশ দল।
ভারতে ১৯ তারিখে চেন্নাইয়ের চিপকে টাইগার বাহিনীর জন্য অপেক্ষা করে থাকছে প্রায় ভরা গ্যালারি। এমনটাই সূত্রের খবর। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০০০ টাকা। যা পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের তুলনায় প্রায় ৬৭ গুণ বেশি।
বাংলাদেশ সিরিজের জন্য বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করার পরেই টিকিটের দাম প্রকাশ্যে এনেছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। টিকিটের দাম রাখা হয়েছে ১০০০ থেকে ১৫০০০ টাকা। টিকিট ক্রয় করা যাবে ইনসাইডার.ইন থেকে।
চেন্নাই টেস্টের টিকিটের দাম:
C, D, E লোয়ার: ১০০০ টাকা
I, J, K লোয়ার: ২০০০ টাকা
I, J, K আপার: ১২৫০ টাকা
KMK টেরেস: ৫০০০ টাকা
C, D, E (AC) হসপিটালিটি বক্স: ১০০০০ টাকা
J (AC) হসপিটালিটি বক্স: ১৫০০০ টাকা
১৯ তারিখ চেন্নাইয়ে প্ৰথম টেস্ট শুরু হচ্ছে। দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ভারত শেষবার টেস্ট খেলেছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ আবার সদ্য পাকিস্তানকে হারানো আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের মোকাবিলা করতে নামবে।
আরও পড়ুন: KKR সুপারস্টার ভারতের টেস্ট দল থেকে পুরোপুরি ছাঁটাই! বড় ইঙ্গিতে ঝড় তুলে দিলেন প্রাক্তন তারকা
বাংলাদেশ সিরিজের প্রস্তুতি হিসাবে ভারতের টেস্ট স্কোয়াডের সকলেই (বুমরা, কোহলি, রোহিত ছাড়া) দলীপ ট্রফিতে অংশ নিয়েছিলেন। ভারতের টেস্টে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াশ দয়াল। সরফরাজ খানও নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে ইয়াশ দয়াল এবং সরফরাজ খানকে দ্বিতীয় রাউন্ডের দলীপ খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। এর অর্থ, চেন্নাই টেস্টের প্ৰথম একাদশে রাখা হচ্ছে না দুজনকেই।
বৃহস্পতিবারই টিম ইন্ডিয়ার সকল তারকা চিপকে অনুশীলন শুরু করবেন। বাংলাদেশ এই ভেন্যুতে অনুশীলন শুরু করবে ১৫ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ সিরিজের পর ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলে নভেম্বরের মাঝামাঝি বর্ডার গাভাসকার সিরিজ খেলতে উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টেই জিতলে, অজিদের বিপক্ষে সিরিজ ড্র করলেই টিম ইন্ডিয়া আরও একবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।