India vs Bangladesh, Shreyas Iyer: রবিবার বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ দলের স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। দুর্ঘটনার কবলে পড়ার পর পন্থ এই প্ৰথমবার ২১ মাস পরে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলতে নামবেন।
দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে অংশ নিতে পারেননি। টি২০ বিশ্বকাপের পর বাইশ গজ থেকে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা। তিনিও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ সিরিজের মাধ্যমে। ১৯ সেপ্টেম্বর প্ৰথম টেস্ট শুরু হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্কে। নতুন মুখ হিসাবে নির্বাচকরা অন্তর্ভুক্ত করেছেন ইয়াশ দয়ালকে।
তবে জায়গা হয়নি কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের। শ্রেয়স আইয়ারের বাদ পড়া মোটেও আশ্চর্যের নয়। ওয়ানডে ফরম্যাটে শ্রেয়স ভালো ফর্মে রয়েছেন। এমনকি দলীপ ট্রফিতে হাফসেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে বাংলাদেশ সিরিজের আগে বার্তাও দিয়েছিলেন। তবে টেস্টে শ্রেয়সের ধারাবাহিকতার অভাব রয়েছে।
আরও পড়ুন: ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ! টাইগারদের কাটা ঘায়ে এবার নুনের ছিঁটে সৌরভের
চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজেও খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়তে হয়েছিল তাঁকে। সেই সময় যদিও ইনজুরির কথা বলা হয়েছিল। ইংল্যান্ড সিরিজের মাঝপথে হঠাৎ বাদ পড়ার পর শ্রেয়স ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে রঞ্জিতে খেলেননি।
ইনজুরির অজুহাতে না খেলার পরেই শ্রেয়সকে শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপরে রঞ্জিতে খেললেও প্রভাব ফেলার মত পারফরম্যান্স করতে পারেননি। এমনকি বুচিবাবু টুর্নামেন্ট, এবং দলীপ ট্রফিতেও সাড়া জাগানো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।
শ্রেয়স আইয়ারের এই টেস্ট দল থেকে উপেক্ষিত থাকা ইঙ্গিতবাহী। এমনটাই মনে করছেন আকাশ চোপড়া। বলে দিয়েছেন, "তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, শেষবার আমরা যখন বাংলাদেশে বাংলাদেশকে টেস্টে হারিয়েছিলাম সেই সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছিল শ্রেয়স। ওঁর ইনিংসে ভর করেই আমরা সেবার জিতেছিলাম। তারপর থেকে দুনিয়ায় অনেক ব হয়েছে। শ্রেয়সকে এই মুহূর্তে টেস্টে দেখছি না আমি।"
শুধু শ্রেয়স আইয়ার-ই নন, নির্বাচিত তারকাদের মধ্যে সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কেএল রাহুলরাও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে পর্যাপ্ত সুযোগ পাবেন না। এমনটা বলছেন রিনি। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলে দিয়েছেন, "যেই থাকুক, সরফরাজ, কেএল রাহুল, ধ্রুব জুড়েলরাও হয়ত প্রথম একাদশে জায়গা পাবে না। কোন হিসাবে শ্রেয়স এরপরে সুযোগ পাবে?"
বর্তমানে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সরফরাজ খান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই প্রভাব ফেলার মত পারফর্ম করেছেন। এমনকি ছন্দে রয়েছেন কেএল রাহুল-ও। এমন অবস্থায় শ্রেয়সকে বাইরে রাখা ছাড়া অপশন ছিল না নির্বাচকদের। আকাশ চোপড়া যেন সেদিকেই ইঙ্গিত করছেন।