India vs Bangladesh Ticket: চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। তার টিকিট বিক্রি শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতে আসছে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের এবারের ভারত সফর শুরু হবে। কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২০০০ সাল থেকে, ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ভারত ১১টি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ এখনও একটি ম্যাচেও জিততে পারেনি। তবে, সেসব স্রেফ পরিসংখ্যান। কারণ, বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা রীতিমতো শক্তিশালী দল হয়ে উঠেছে। অতি সম্প্রতি টাইগাররা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে। যার ফলে, ভারতও বর্তমান বাংলাদেশ টিমকে হেলাফেলা করতে পারছে না।
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য এটা একটা দুর্দান্ত খবর যে, ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের টিকিট বিক্রি সোমবার থেকে শুরু হবে। কীভাবে এই টিকিট অনলাইনে কাটবেন? Paytm ওয়েবসাইটে যান। নতুন ব্যবহারকারী হলে অ্যাকাউন্ট তৈরি করুন। একবার লগ ইন করার পরে, টিকিট বুকিং লিঙ্কে ক্লিক করুন। এরপর ইন্ডিয়া-বাংলাদেশ টিকিটে ক্লিক করুক। দর্শকাসন এবং তার মূল্যে ক্লিক করুন। যতগুলো আসন বুক করতে চান এবং টিকিটের নানারকম দামের মধ্যে যেটাতে আপনার কাটা সহজ, তাতে ক্লিক করুন।
Ticket sales for India’s first Test against Bangladesh in Chennai will begin from September 9. More details here. pic.twitter.com/z1pu2ggVRK
— Venkata Krishna B (@venkatatweets) September 7, 2024
আপনার চূড়ান্ত পছন্দ জানিয়ে দিয়েছেন, সেটা নিশ্চিত করতে ক্লিক করুন। ডিজিটাল পদ্ধতিতে টিকিটের মূল্য দিয়ে দিন। মূল্য চোকানোর পর আপনার নির্বাচিত আসনগুলো ওয়েব পৃষ্ঠায় দেখানো হবে। টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে আপনার ইমেল ইনবক্স চেক করুন। টিকিট বুকিং ওয়েবসাইট স্টেডিয়ামে প্রবেশের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং আপডেট দেবে।
আরও পড়ুন- বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা
ভারত (IND) বনাম বাংলাদেশ (BAN) টেস্ট সিরিজের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক/C), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান।