India vs Bangladesh 1st Test, Chennai Weather and Pitch Report: আত্মবিশ্বাসী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া সত্ত্বেও চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ভারত। ফেভারিট হিসেবেই ইন্ডিয়া তার দীর্ঘ টেস্ট মরশুম শুরু করবে। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ২-০ সিরিজ জয়ের ফলে উচ্ছ্বসিত বাংলাদেশ ভারতকে স্বাভাবিকের চেয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই আশা করা হচ্ছে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট। সেই টেস্ট এবং সিরিজ দিয়েই ভারত তার দীর্ঘ প্রতীক্ষিত ঘরোয়া মরশুম শুরু করবে বৃহস্পতিবার থেকে। আগামী ছয় মাসে একের পর এক টেস্ট ম্যাচ এবং সিরিজ খেলবে ভারত। যার শুরুটা হবে বৃহস্পতিবার, বাংলাদেশ ম্যাচ দিয়ে। ইংল্যান্ডের সঙ্গে ভারতের শেষ ম্যাচ হয়েছিল মার্চে। রোহিত শর্মার নেতৃত্বে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচ।
গত এক দশকে ভারতের চিত্তাকর্ষক হোম গ্রাউন্ডে টেস্ট জয়ের ৪০-৪ রেকর্ড একটি দুর্দান্ত পরিসংখ্যান হিসেবে এখনও রয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেই রেকর্ডে ফাটল দেখা দিতে শুরু করেছে। তারকা ব্যাটার বিরাট কোহলির ফর্ম নিয়ে সংশয় এখনও অনেকেরই কাটেনি। বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে এখনও একটিও টেস্ট জয় নিশ্চিত করতে পারেনি। তাদের খরা কাটানোর লক্ষ্য থাকবে। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত হওয়া ১৩টি টেস্টের মধ্যে ১১টিতে বাংলাদেশ হেরেছে। দুটি ড্র করেছে।
ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। বিরাট কোহলি, কেএল রাহুল এবং ঋষভ পন্থের মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দলে আছেন। তবে, তাঁদের প্রত্যাবর্তন, টিম ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ তৈরি করেছে। সেই চ্যালেঞ্জটা দল নির্বাচনের। অন্যদিকে পাকিস্তান সিরিজ থেকে তাঁদের গতি অব্যাহত রাখতে ফর্মে থাকা নাহিদ রানা ও মেহেদি হাসান রাজার ওপর নির্ভর করবে বাংলাদেশ।
নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর আবার শ্রীলঙ্কায় সাম্প্রতিক সাদা বলের সফরে ১-১ ফলাফলের পরে জয়ের মাধ্যমে টেস্ট মেয়াদ শুরু করতে চাইছেন। আসন্ন এই সিরিজ ২০১৯ সালের পর ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট। ২০১৯-এ কলকাতায় ভারতে প্রথম গোলাপি বলের টেস্ট হয়েছিল। দুই দলের মধ্যে শেষ টেস্ট হয়েছিল ২০২২ সালে। সেবার ভারত বাংলাদেশে সিরিজ জয় নিশ্চিত করেছিল। বাংলাদেশ ২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাদের টেস্ট অভিষেক করেছিল। কিন্তু, লাল বলের ফরম্যাটে ভারতের বিপক্ষে এখনও জয় পায়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার দিকে মনোযোগী টিম ইন্ডিয়া এবারও আধিপত্য বজায় রাখতে চাইবে। প্রথম টেস্টের জন্য চেন্নাইয়ের আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে বড় বিষয় হয়ে উঠেছে চেন্নাইয়ের আবহাওয়া। প্রথম টেস্টের প্রথম দিনে তাপমাত্রা দিনের বেলা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ঘণ্টায় ১০-১৬ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হতে পারে বৃষ্টিও। বাকি চারদিনও আবহাওয়া খানিকটা সেরকমই থাকবে।
প্রথম টেস্টে চেন্নাইয়ে লাল মাটির পিচ তৈরি হচ্ছে। পিচে হালকা ঘাস থাকবে। লাল-মাটির পিচে খেলা শুরু হওয়ার দুই দিন আগে মঙ্গলবার কালো মাটির পিচে অনুশীলন করেছে উভয় দল। লাল মাটির পিচ পেসার সহায়ক বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কালো মাটির পিচ স্পিনার সহায়ক। তৃতীয় স্পিনার কুলদীপ যাদব নাকি তৃতীয় পেসার আকাশদীপ বা যশ দয়ালকে দলে রাখা হবে, তা টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। ঐতিহ্যগতভাবে, চেন্নাই লাল-মাটির পিচ তৈরি করে। কিন্তু ২০২১ সাল থেকে এখানে কালো মাটির পিচ দেখা যাচ্ছে। এই পিচ সহজেই ভেঙে যায়। আর, স্পিনার সহায়ক।
আরও পড়ুন- শচীনের মতই মুশফিকুর... কিংবদন্তির সঙ্গে অবাক তুলনায় বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশ কোচ
২০২১ সালের ম্যাচে স্থানীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স এবং রোহিত শর্মার সেঞ্চুরির জন্য ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা আনতে পেরেছিল। সেই খেলায় ইংল্যান্ডের ২০টির মধ্যে ১৭টি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। টস জয়ী অধিনায়কের প্রথমে ব্যাটিং বেছে নেওয়া উচিত। কারণ পিচে ফাটল, পঞ্চম দিনে রান তাড়া করাকে চ্যালেঞ্জিং করে তুলবে। পেসারদের জন্য বাউন্স এবং অন্যান্য সুবিধা তাই বলা ভালো প্রথম দিনগুলোতে থাকবে। তৃতীয় দিনের পর থেকে পিচ চলে যাবে স্পিনারদের নিয়ন্ত্রণে। এমনটাই মত বিশেষজ্ঞদের।