/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Virat-Kohli_a.jpg)
বিরাট কোহলি (বিসিসিআই)
পরিকল্পনা মাফিক এগোচ্ছে ভারত। প্রথম দেড় সেশনে দিনের আলোয় ব্যাটিং করে সন্ধেয় বাংলাদেশকে ফ্লাডলাইটে ব্যাটিং করতে পাঠানো। সেই পরিকল্পনা মেনেই ভারত টি ব্রেকের আগেই স্কোরবোর্ডে ৩৪৭/৯ রান তুলে ডিক্লেয়ার করে দিলেন কোহলি। লিড ২৪১।
গতকালই ম্যাচের শেষে ভারত ছিল ১৭৪/৩। কোহলি ও রাহানে ব্যাটিং করছিলেন। সেখান থেকে প্রথম সেশনেই এদিন কোহলি নিজের কেরিয়ারের ২৭তম শতরান পূর্ণ করে ফেলেন। দুই ওপেনারকে ভারত হারালেও কোহলি পূজারা ও রাহানের সঙ্গে ৯৪ ও ৯৯ রানের পার্টনারশিপ খেলে দলকে প্রাথমিক বিপদসীমির হাত থেকে রক্ষা করেছিলেন।
Innings Break!#TeamIndia have declared with a total of 347/9 on the board. Lead by 241 runs.#PinkBallTest#INDvBANpic.twitter.com/XDSTNTytjw
— BCCI (@BCCI) 23 November 2019
আরও পড়ুন ইতিহাসে বিরাট, গোলাপি বলে প্রথম টেস্টেই শতরান
তারপরে দ্বিতীয় দিনে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলের ক্রিকেটে প্রথম শতরান করে যান তিনি। এদিন প্রথম সেশনে কর্তৃত্ব নিয়েই ব্যাটিং শুরু করেন ক্যাপ্টেন। রাহানে হাফসেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরেই ৫১ রানে তাইজুল ইসলামের বলে এবাদাত হোসেনের হাতে ক্যাচ তুলে ফিরে গিয়েছিলেন। তবে কোহলির রক্ষণ নড়ানো যায়নি।
আরও পড়ুন IND vs BAN: ইডেনে অনন্য় সেঞ্চুরি ঋদ্ধির, সোশাল মিডিয়া মোহিত তাঁর কিপিংয়ে
অধিনায়ক হিসেবে করে ফেললেন ২০তম টেস্ট শতরান। রিকি পণ্টিংকে এদিনই পিছনে ফেললেন তিনি। অধিনায়ক রিকি পণ্টিংয়ের দখলে ছিল ১৯টি শতরান। ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি শতরানের মালিক যদিও গ্রেম স্মিথ। তাঁর সংগ্রহে ২৫টি সেঞ্চুরি।
ইন্দোর টেস্টে ব্যাটে রান পাননি। সেই ক্ষতি সুদে আসলে মিটিয়ে নিলেন তিনি। তবে মধ্যাহ্নভোজের পরেই কোহলি ব্যক্তিগত ১৩০ রানের মাথায় আউট হয়ে যান।
Read Live Blog Article HERE