Advertisment

Shakib Al Hasan Press Conference: পাকিস্তান অনভিজ্ঞ দল, অবসরের বার্তায় বিরাট বোমা সাকিবের, ঝড় উঠল কানপুর টেস্টের আগেই

Shakib Al Hasan Retirement from T20: কানপুরে দ্বিতীয় টেস্টের প্রাক্কালেই বড়সড় ঘোষণায় নিজের অবসর পাকা করেছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, ভারতে এই টেস্টই হয়ত কেরিয়ারের শেষতম টেস্ট হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shakib Al Hasan Press Conference: অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

Shakib Al Hasan Press Conference: অবসর ঘোষণা করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (প্রত্যূষ রাজ)

India vs Bangladesh, Shakib Al Hasan Press Conference Announcements: কানপুরে দ্বিতীয় টেস্টে নামার আগেই অবসর ঘোষণা করলেন সাকিব আল হাসান। দেশে রাজনৈতিক হত্যায় জড়িয়ে গিয়েছে তাঁর নাম। সেই বিষয়েও নিজের ভবিষ্যৎ স্পষ্ট করলেন তারকা।

Advertisment

কানপুরে দ্বিতীয় টেস্টে নামার আগে সাকিব সাংবাদিক সম্মেলনে যা যা বললেন তাঁর নির্যাস:

ভারতের বিরুদ্ধে মেন্টাল ব্লক: ওয়ানডে সিরিজে ওঁদের বিরুদ্ধে জয়লাভ করেছি। শেষবার ভারত যখন বাংলাদেশে গিয়েছিল, সেই সময় আমরা প্রায় একটা টেস্ট জিতে গিয়েছিলাম। চেন্নাইয়ে আমরা বিচ্ছিন্নভাবে ভালো খেলেছি। আমরা তার থেকেও ভালো খেলার সামর্থ্য রাখি।

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান: টেস্টে পাকিস্তান তুলনামূলকভাবে অনভিজ্ঞ দল। ভারতের বিষয়ে বলতে হলে, ওঁরা দুনিয়ার একনম্বর টেস্ট দল। দেশের মাটিতে তো ওঁরা অপ্রতিরোধ্য। বিশ্বের যে কোনও দল ভারতে খেলতে এলে প্রচুর সমস্যায় পড়ে।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলা: দেশে পরিস্থিতি বদলে গিয়েছে। আমরা মাঠে ভালো খেলার দিকে ফোকাস করছি।

আরও পড়ুন: বোমা ফাটালেন সাকিব, ভারতে খেলতে পারেন কেরিয়ারের শেষ টেস্ট, কেঁপে গেল বাংলাদেশ

কানপুর পিচ: ভারতের স্কোয়াডে কোয়ালিটি পেসার এবং ব্যাটার রয়েছে। আমার মনে হয়না, পিচ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের স্রেফ নিজেদের পারফরম্যান্স উন্নতি করতে হবে।

ভারতীয় বোলারদের বিপক্ষে যুব ব্যাটারদের পরামর্শ: চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হয়েছিল। আমরা যদি ৩৫০-৪০০ করতে পারি, ধরে নিতে হবে আমরা অনেকটা উন্নতি করেছি।

চেন্নাইয়ে নিজের ব্যাটিং: গত ছয় মাসের মধ্যে সেরা ছন্দে রয়েছি, মনে হচ্ছিল। নিজের ব্যাটিং বেশ উপভোগ করছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট: দেশের মাটিতে আমরা যথেষ্ট শক্তিশালী দল। যে কোনও দলকে হারানোর সামর্থ্য রাখি। তাই আমরা প্রস্তুত।

ভারতে টেস্ট সফর কি কঠিনতম পরীক্ষা: যখনই ভারত কিংবা অন্য কোনও বড় দলের বিপক্ষে আমরা নামি, আমাদের মাথায় থাকে স্রেফ ভালো খেলার বিষয়টি।

অবসর: দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অবসর নেওয়ার কথা ভাবছি। বিশেষ করে মিরপুর টেস্টের পর। অবশ্যই যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়। যদি তা না হয়, তাহলে এই টেস্টই আমার কেরিয়ারের শেষ।

টি২০ ক্রিকেট: আমার মনে হয়, বিশ্বকাপে নিজের শেষ টি২০ ম্যাচ খেলে ফেলেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিজের ভবিষ্যত নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। মনে হয়, ২০২৬ এর টি২০ বিশ্বকাপ ফোকাস করলে এখনই সরে দাঁড়ানোর সেরা সময়। এই সিদ্ধান্ত গ্রহণে আক্ষেপের কিছু নেই।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Shakib Al-Hasan Bangladesh Cricket Indian Cricket Team Team India Bangladesh Cricket Team
Advertisment