IND vs BAN t20 series, Shubman Gill, Ishan Kishan: ঈশান কিষানের টিম ইন্ডিয়া থেকে নির্বাসন শেষ হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ টুর্নামেন্টেই তিনি ভারতীয় দলে ফিরতে পারেন। আর, শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনটাই জানা গিয়েছে নতুন রিপোর্টে। শুভমান ভারতের সহ-অধিনায়ক। নতুন রিপোর্টে জানা গিয়েছে, বিসিসিআই তাঁর চাপ কমাতে ৭ অক্টোবর থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে গিলকে বিশ্রাম দিতে পারে। গিল, টি-২০ ফরম্যাটে ভারতের টপ অর্ডার ব্যাটারদের অন্যতম। দলের টেস্ট ফরম্যাটেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ভারতের এখনও ১০টি ম্যাচ খেলার কথা।
রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের পাশাপাশি, গিল ভারতের ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভের অন্যতম। তাঁর ফর্ম এবং ফিটনেস ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত তৃতীয়-পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)-এর ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করতে চায়। ভারত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ভালো ফল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে। সেক্ষেত্রে খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছে। আর, সেজন্যই টি-২০ সিরিজে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চাইছে। সেকথা মাথায় রেখেই দল, অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ-সহ আগামী কয়েক মাসে কী করতে হবে, তার ওপর লক্ষ্য স্থির করতে চেষ্টা চালাচ্ছে।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, 'হ্যাঁ, শুভমনকে বাংলাদেশ টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হবে। আপনি যদি ফিক্সচারটি দেখেন, তিনটি টি-২০ খেলা হবে ৭ অক্টোবর গোয়ালিয়রে, ১০ অক্টোবর দিল্লিতে এবং ১৩ অক্টোবর হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর। সুতরাং, টি২০ টুর্নামেন্টে গিলকে ছুটি দেওয়া গুরুত্বপূর্ণ।'
জুলাই মাসে প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের আগমনের পর গিল সাদা বলের ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক নিযুক্ত হন। সূর্যকুমার যাদবকে টি-২০ অধিনায়ক করা হয়েছে। বোর্ড সূত্রে খবর, গিল ছাড়াও জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকেও বাংলাদেশের বিপক্ষে টি-২০ তে বিশ্রাম দেওয়া হতে পারে।
এর ফলে, ঈশান কিশানের ভাগ্য বদলে যেতে পারে। বছরের শুরুটা তাঁর জন্য বেশ বিতর্কিত ছিল। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। গত বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের জন্য ঈশানের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। পাশাপাশি, ঝাড়খণ্ডের দলে তাঁর অনুপস্থিতির কারণে ঈশানকে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ঈশানের সম্ভাবনা ধাক্কাও খেয়েছে।
আরও পড়ুন- ক্রিকেট থেকে ভ্যানিশ হওয়ার মুখে রশিদ-নবি-নভিনরা! ছারখার করা দুঃসংবাদের ঘোষণা তালিবানের
তবে পরিস্থিতি গুরুত্বপূর্ণ দিকে মোড় নিতে পারে। তিনি নতুন মরশুমে ঘরোয়া সার্কিটে ফিরে আসেন। বুচিবাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেন। দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি-এর হয়ে খেলার সময় তাঁর চেষ্টা ফলপ্রসূ হয়। তিনি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। রিপোর্টে জানানো হয়েছে, ঋষভ পন্থকেও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।