Advertisment

Afghanistan Cricket Team: ক্রিকেট থেকে ভ্যানিশ হওয়ার মুখে রশিদ-নবি-নভিনরা! ছারখার করা দুঃসংবাদের ঘোষণা তালিবানের

Taliban on Afghanistan Cricket Ban: আফগানিস্তান ক্রিকেট দল গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য উন্নতি করেছে। এমনকি গত টি২০ বিশ্বকাপেও সেমিতে পৌঁছেছিলেন রশিদ খানরা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Afganistan Cricket, Taliban, আফগানিস্তান ক্রিকেট, তালিবান,

Afganistan Cricket-Taliban: আফগানিস্তান দল ক্রিকেটে ক্রমশ উন্নতি করছিল। (ছবি- টুইটার)

Cricket ban in Afghanistan, Taliban: আফগানিস্তান ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। জুনে টি-২০ বিশ্বকাপের সময়, দলটি প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে উঠেছিল। এর আগে ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দলের পারফরম্যান্স ছিল চমৎকার। এদিকে আফগানিস্তান দলের ভক্তদের জন্য দুঃসংবাদ আসছে। খবরে বলা হয়েছে, তালেবানরা দেশে ক্রিকেট নিষিদ্ধ করতে পারে।

Advertisment

ইতিমধ্যেই ক্রিকেটকে আফগানিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছেন তালেবান নেতা। এমনটাই খবরে বলা হয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি ক্রিকেটের ওপর ধীরে ধীরে নিষেধাজ্ঞা ঘোষণা করার কথা জানিয়েছেন। তবে এবিষয়ে আনুষ্ঠানিক কোনও বার্তা পাওয়া যায়নি। বর্তমানে আফগানিস্তানে তালেবানদের সরকার রয়েছে। তালেবানরা ইতিমধ্যেই মহিলাদের সবরকম খেলাধূলা বন্ধ করে দিয়েছে।

কিছু টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হয়েছে যে আখুন্দজাদা ক্রিকেট নিয়ে খুশি নন। কারণ তিনি বিশ্বাস করেন যে এর ক্ষতিকর প্রভাব রয়েছে। আর এটি শরিয়ত আইনের বিরুদ্ধেও। এদিকে, আরেকটি টুইটে দাবি করা হয়েছে যে দুটি গ্রুপের মধ্যে একটি দ্বন্দ্ব চলছে। একটি আখুন্দজাদার নেতৃত্বে এবং অন্যটি আনাস হাক্কানির ভাই সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বে রয়েছে। হাক্কানি আবার আফগানিস্তান ক্রিকেটে প্রচুর বিনিয়োগ করেছেন।

যাই হোক, আফগানিস্তানে ক্রিকেট নিষিদ্ধ হলে খেলোয়াড়রাই ক্ষতিগ্রস্ত হবেন। 

আফগানিস্তান ক্রিকেট রশিদ খান, মোহাম্মদ নবি এবং নবিন উল হকের মতো খেলোয়াড় তৈরি করেছে। যারা শুধু দেশের জন্যই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের হয়েও দুর্দান্ত খেলছেন। আফগানিস্তানে ক্রিকেট নিষিদ্ধ হলে তাই খেলোয়াড়দের অনেক ক্ষতি হবে।

আরও পড়ুন- কোহলি তো আমার আন্ডারে খেলেছে! সর্বসমক্ষে বিস্ফোরক দাবি লালু পুত্র তেজস্বী যাদবের, ঝড় জোরালো

আফগানিস্তান ক্রিকেট দল বর্তমানে গ্রেটার নয়ডায় রয়েছে। দলটির একমাত্র টেস্ট ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু ১৩ সেপ্টেম্বর শুক্রবার বৃষ্টির কারণে একটি বলও না খেলা অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

cricket Taliban Afganistan Cricket News
Advertisment