IND vs BAN: উমরান মালিকের বদলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জম্মু-কাশ্মীরের পেসার যুধবীর সিংকে দলে নিলেন নির্বাচকরা। তবে, ১৫ জনের স্কোয়াডে নয়। যুধবীর স্থান পেয়েছেন নেট বোলার হিসেবে। বেশ কিছুদিন বিশ্রামের পর টিম ইন্ডিয়া ফের ক্রিকেট দুনিয়ায় পা রাখছে বাংলাদেশ সিরিজ দিয়েই। প্রথম টেস্ট শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর। চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। তার আগে রবিবারই টিম ইন্ডিয়ার দল ঘোষণা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, নেট বোলার হিসেবে ডাক পেয়েছেন যুধবীর। টিম ইন্ডিয়া চেন্নাইয়ের পর ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। টেস্ট সিরিজের পর আবার বাংলাদেশের সঙ্গেই আছে টি-২০। তবে, আপাতত টেস্ট নিয়েই ভাবছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।
সম্প্রতি পাকিস্তানে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে এসেছে। সেখানে বাংলাদেশ দুটো টেস্টই জিতেছে। তার মূলে বড় ভূমিকা পালন করেছেন বাংলাদেশের পেসাররা। সেই কারণেই আরও বেশি করে পেস বোলিংয়ের বিরুদ্ধে সড়গড় হয়ে থাকতে চাইছে টিম ইন্ডিয়া। আর, তার জন্যই যুধবীরকে ডাকা হয়েছে নেট বোলার হিসেবে। ৬ ফুট ১ ইঞ্চির যুধবীর ঘণ্টায় লাগাতার ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। যুধবীরকে নেট প্র্যাকটিসের জন্য ডাকার অর্থই হল, বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ মোটেও হালকাভাবে নিচ্ছে না গৌতম গম্ভীরের দল। হালকা দূরে থাক, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে উঠতে এই সিরিজ জিততে চাইছে রোহিতবাহিনী।
NEW: J&K’s Yudhvir Singh has been called to join Team India as a reserve (net) bowler for the upcoming series against Bangladesh! Yudhvir is 6’1” and bowls in high 140s, has been part of @LucknowIPL in the #IPL pic.twitter.com/wC2DpYzTAK
— Mohsin Kamal (@64MohsinKamal) September 8, 2024
পাকিস্তান বরং বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল। আর, সেই কারণেই ঘরের মাঠে তাদের সিরিজের দুটো ম্যাচের দুটোতেই হারতে হয়েছে বাংলাদেশের কাছে। এর ফলে, বাংলাদেশও এখন আত্মবিশ্বাসে তরতাজা। সেই তাজা আত্মবিশ্বাস নিয়েই তারা ভারত সফরে আসছে। বাংলাদেশের স্কোয়াডে বর্তমানে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মেহমুদ। গত দুটো টেস্ট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এই পেসাররা রাওয়ালপিন্ডির পিচে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন। যার সামনে রীতিমতো হার মেনেছেন বাবর আজম-সহ পাকিস্তানের একের পর এক সেরা ব্যাটার। তা নজর এড়ায়নি টিম ইন্ডিয়ার। আর, সেই কারণেই যুধবীরকে ডাকা হয়েছে।
আরও পড়ুন- সংখ্যালঘুদের ওপর চরম অত্যাচার বাংলাদেশে! টাইগার তারকা গণেশ চতুর্থীর বার্তা দিলেন খুল্লামখুল্লা
টিম ইন্ডিয়া তার প্রস্তুতিতে কোনওরকম ঘাটতি রাখতে চায় না। আর, সেই কারণেই যুধবীরকে ভেবেচিন্তে ডাকা হয়েছে। ২৬ বছরের যুধবীর জম্মু-কাশ্মীরের ডানহাতি মিডিয়াম পেসার। এখনও পর্যন্ত এই পেসার চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। নিয়েছে তিনটে উইকেট। এর পাশাপাশি, ১২টি এ তালিকাভুক্ত ম্যাচও খেলেছে যুধবীর। নিয়েছে ১৫টি উইকেট। আর, ২৬টি টি২০ ম্যাচে নিয়েছে ১৮ উইকেট। আইপিএলে গুজরাটের হয়ে খেলা শুরু করেছিল যুধবীর। ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিল। এখন অবশ্য লখনউয়ে আছে। গতির পাশাপাশি সুইংটাও বেশ ভালোই করে এই মিডিয়াম পেসার। সেই কারণেই নেট প্র্যাকটিসে তাঁকে ডাকা হয়েছে। যাতে ভারতীয় ব্যাটারদের প্রস্তুতিটা আরও ঠিকঠাক হয়।