IND vs BAN: সেদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হিংসার মধ্যেই বাংলাদেশের উইকেটরক্ষক গণেশ চতুর্থী পালন করলেন। এই উইকেটরক্ষক হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। তাঁর গণেশ চতুর্থী উদযাপনের ছবি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৮ সেপ্টেম্বর (রবিবার) পোস্টও করেছেন লিটন। সেখানে হিন্দু উত্সব উদযাপনের ছবি আপলোড করার পাশাপাশি তাঁর পরিবারের ছবিও তিনি দিয়েছেন। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হিংসার ঘটনা লাগাতার বাড়ছে। যার জেরে বাংলাদেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ দুটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলতে ভারত সফর করবে। টেস্ট চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে।
বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। বেশ কিছু মিডিয়া রিপোর্টে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার কথা তুলে ধরা হয়েছে। যাতে হিন্দু মন্দির ভাঙচুর, নারীদের ওপর হামলা- শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ, হত্যার অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি, হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনার কথাও জানা গিয়েছে।
Ganapati Bappa Morya! 🙏🪔 pic.twitter.com/TooZN8vstv
— Litton Das (@LittonOfficial) September 7, 2024
এর মধ্যে, লিটন দাস তাঁর পরিবারের সঙ্গে গণপতি উৎসব উদযাপন করেছেন, সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর, এক্সবার্তায় (পূর্বে টুইটার) পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'ভগবান গণেশ আপনাকে শক্তি দান করুন। আপনার দুঃখ দূর করুন। আপনার জীবনে সুখবৃদ্ধি করুন। শুভ গণেশ চতুর্থী।' একটি ছবিতে, লিটন দাসকে ভগবান গণেশের মূর্তির আগে প্রদীপ জ্বালাতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন- এই ওয়েবসাইট থেকে সহজেই পাওয়া যাবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের টিকিট! পরপর উপায় জেনে নিন
দুই ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটন দাস তাঁর জীবনের অন্যতম সেরা টেস্ট ইনিংস খেলেছেন। তিনি ২২৮ বলে ১৩ বাউন্ডারি এবং চারটি ছক্কা সহযোগে ১৩৮ রান করেছেন। যা দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ সেই সময় ১২ ওভারের মধ্যে ২৬/৬ স্কোরে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। যাইহোক, লিটন দাসের দুর্দান্ত ইনিংস প্রথম ইনিংসে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, লিটন দাস ভারতে আসবেন। ভারতে তিনি বাংলাদেশ দলের হয়ে টেস্ট এবং টি-২০, উভয় সিরিজেই খেলবেন বলেই আশা করা হচ্ছে।