Jasprit Bumrah dismisses Mushfiqur Rahim in IND vs BAN 2nd Test: একসময় মনে হচ্ছিল, ভারতীয় বোলারদের পরিশ্রম হয়ত দীর্ঘস্থায়ী হতে চলেছে। ওপেনার সাদমান ইসলাম এবং নাজমুল শান্তর পার্টনারশিপ যখন দীর্ঘায়িত হয়ে হাফসেঞ্চুরির গন্ডি পেরিয়ে গিয়েছিল, ভাবা হচ্ছিল হয়ত রোহিত শর্মার কপালের ভাঁজ আরও চওড়া হবে।
তবে বেশিক্ষণ ভারতকে অপেক্ষা করতে হয়নি। বিলম্বিত লাঞ্চের আগেই বাংলাদেশের ইনিংস মঙ্গলবার গুটিয়ে দিয়েছে ভারত। ১৪৬ রানেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়েছে কানপুরে। দিনের শুরুটা হয়েছিল অশ্বিনের উইকেট তোলা দিয়ে। পরে রবীন্দ্র জাদেজা এসে ব্রেক থ্রু দিয়ে যান শান্ত-সাদমান পার্টনারশিপে।
বাংলাদেশ ব্যাটিংয়ের লেজটুকু ছেঁটে ফেলেন জসপ্রীত বুমরা। বুমরা দ্বিতীয় স্পেলে এসে দুই উইকেট তোলার পরেই মর্নিং সেশন আরও আধঘন্টা পিছিয়ে দেওয়া হয়। ঠিক যখন মনে হচ্ছিল বাকি ১ উইকেটের জন্য হয়ত ভারতকে ফের একবার দ্বিতীয় সেশনে বল হাতে নামতে হবে, সেই সময়েই বাংলাদেশি ইনিংসের নটে গাছটি মুড়িয়ে দেন জসপ্রীত বুমরা।
Middle stump out of the ground! 🎯
— BCCI (@BCCI) October 1, 2024
An absolute Jaffa from Jasprit Bumrah to wrap the 2nd innings 🔥
Bangladesh are all out for 146
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/TwdJOsjR4g
বুমরার সেরার সেরা ডেলিভারিতে ঠকে গিয়ে বোল্ড হন মুশফিকুর রহিম। প্ৰথম ইনিংসেও মুশফিকুরকে বোল্ড করেছিলেন সুইং নিয়ে ভিতরে ঢুকে আসা বলে। আর দ্বিতীয় ইনিংসে মুশফিকুরকে আউট করার জন্য বুমরার অস্ত্র ছিল স্লোয়ার কাটার। আর মুশফিকুরকে বোকা বানাতে নিজের বোলিং গতি কমিয়ে আনলেন স্পিনারদের পর্যায়ে। সেই সঙ্গে মিশিয়ে দিলেন কাটার। লেন্থ বল অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে মুশফিকুরের ব্যাট-প্যাডের মাঝের ফাঁক দিয়ে নাড়িয়ে দেয় মিডল স্ট্যাম্প। যেন পেসার থেকে স্পিনার হয়েই বাংলাদেশের ইনিংসের দাঁড়ি টানলেন তিনি।
চরম ধূর্ততার সঙ্গে বুমরার স্লোয়ার এবং কাটার পড়তেই পারেননি মুশফিকুর। সরাসরি বোল্ড হয়ে যান বাংলাদেশের সিনিয়র তারকা।
৯৫ রানের টার্গেট পেরোতে বেশি সময় নেয়নি ভারত। ওয়ানডের মেজাজে ব্যাট করে এই টার্গেট চেজ করে যায় মাত্র ১৭.২ ওভারে। যশস্বী জয়সওয়াল সিরিজে তিন নম্বর হাফসেঞ্চুরি করে যান। রোহিত-শুভমান গিল আউট হয়ে গেলেও ভারত ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ছক্কা হাঁকিয়ে ভারতকে সিরিজে হোয়াইটওয়াশ করতে সাহায্য করেন ঋষভ পন্থ।