Advertisment

Rohit Sharma Press Conference: বাংলাদেশকে ভারতে একটু মজা নিতে দাও! সিরিজ শুরুর আগেই টাইগারদের চরম খিল্লি রোহিতের

Rohit Sharma On Bangladesh Cricket Team: বৃহস্পতিবার প্ৰথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সেখানেই তিনি নিজের মতামত রাখেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma Press Conference: রোহিত শর্মা, ভারত বনাম বাংলাদেশ

Rohit Sharma Press Conference: বাংলাদেশকে নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন রোহিত শর্মা (টুইটার)

Rohit Sharma On Bangladesh Cricket Team: ১৯ তারিখ থেকে বাংলাদেশ বিরুদ্ধে মেগা দুই ম্যাচের সিরিজে নামছেন ভারত। টাইগারদের বিপক্ষে নামার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।

Advertisment

সেখানেই সরাসরি বাংলাদেশকে ঠেস মেরে বলে দিলেন, মজা নিতে দাও ওঁদের। টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলে দিয়েছিলেন, ভারতকে দুটো টেস্টেই হারাতে চান তাঁরা। রোহিত জানালেন, এর আগে ইংল্যান্ড-ও ভারতে এসে একই ইচ্ছাপ্রকাশ করেছিল। প্রতিপক্ষ দল কী বলল, তা নিয়ে টিম ইন্ডিয়া মোটেই ভাবিত নয়।

মঙ্গলবার সাংবাদিক সম্মলেনে রোহিতের সরস মন্তব্য, "বাংলাদেশের ব্যাপার হল, সমস্ত দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারালে অন্যরকম মজা পাওয়া যায়। আমাদের ফোকাস ম্যাচ জেতা। অন্য দল আমাদের নিয়ে কী ভাবল, তা আমাদের ভাবলে চলবে না।"

"ইংল্যান্ড যখন এখানে এসেছিল, ওঁরাও প্রেস কনফারেন্স-এ অনেক বক্তব্য রেখেছিল। আমরা সেসব ফোকাস করিনি। আমরা স্রেফ ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। অন্য দল কী বলল, তা নিয়ে ভাবতে চাইনি।"

"ভারত সমস্ত দলের সামনে পারফর্ম করে দেখিয়েছে। তাই আমাদের আলাদা করে স্ট্র্যাটেজি বানানোর কিছু নেই। দু-একজন যে নতুন দলে আসে তাঁদেরকে মানিয়ে নিয়ে এগিয়ে যাই আমরা। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড, কেনিয়া- যে কোনও দলের বিরুদ্ধেই ভারত এত ম্যাচ খেলেছে যে আলাদাভাবে কৌশল তৈরি করতে হয় না। এঁদের বিরুদ্ধেও আমাদের নীতি হল, নিজেদের খেলায় স্রেফ ফোকাস করা।"

আরও পড়ুন: ফ্রিতেই দেখা যাবে ভারত-বাংলাদেশ টেস্ট, টি২০ হাড্ডাহাড্ডি সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

প্রসঙ্গত, ভারতে রওনা হওয়ার আগে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাংবাদিকদের বলেছিলেন, "পাকিস্তানে ভালো একটা সিরিজ খেলার পর দলের, দেশের সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। প্রত্যেক সিরিজই আমাদের কাছে সুযোগ। আমরা দুটো টেস্টই জেতার জন্য খেলব। যদি ক্রমতালিকা দেখ, তাহলে ওঁরা আমাদের থেকে অনেক এগিয়ে।"

"আমরা সাম্প্রতিককালে ভালো ফর্মে রয়েছি। দারুণ সিরিজ খেলেছি। আসন্ন সিরিজে আমাদের লক্ষ্য থাকছে পাঁচ দিন ধরে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখা। শেষ দিনের শেষ সেশনে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। যদি আমরা পাঁচ দিনই ভালো খেলি, তাহলে সুযোগ থাকছে দু-দলেরই জয়ী হওয়ার সুযোগ থাকবে।"

Rohit Sharma Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment