Mehidy Hasan Miraz stung by wasp in IND vs BAN test: কানপুরে দ্বিতীয় টেস্ট-এর চতুর্থদিনে মাঠে ব্যাট করার সময় বোলতার কামড়ে অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের ব্যাটার মেহেদি হাসান মিরাজ। তিনি মাঠেই বসে পড়েন। ছুটে আসেন ফিজিওরা। প্রথম ইনিংসে সাকিব আল হাসান আউট হওয়ার পর মেহেদি হাসান মিরাজ ব্যাট করতে নেমেছিলেন। রবীন্দ্র জাদেজার বলে একটি চার মারেন। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মেডেন নেওয়ার পর দেখা যায় মেহেদি মাঠেই বসে পড়ছেন। জানা যায়, তাঁকে বোলতা কামড়েছে। মেহেদির চিকিৎসা করতে ফিজিওরা ছুটে আসেন। হাঁটুতে দংশনের জায়গায় জল দেওয়া হয়, স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বাংলাদেশের ব্যাটার আবার ব্যাট করতে শুরু করেন।
সোমবার গ্রিন পার্কে লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ৬৫ ওভারে পৌঁছে যায় ৬ উইকেটে ২০৫ রানে। সেঞ্চুরি করেন মুমিনুল হক। অশ্বিনের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। তাঁর সঙ্গেই ঘটনার সময় ৬ রানে ব্যাট করছিলেন মেহেদি। বৃষ্টি এবং ভিজে মাঠের জন্য দুই দিন খেলা হয়নি। সোমবার কানপুরের আকাশ পরিষ্কার থাকায় মাঠে নেমেছিল রোহিত এবং শান্তর বাহিনী। জসপ্রিত বুমরাহ ১১ রানে মুশফিকুর রহিমকে বোল্ড করেন। এরপর রোহিত শর্মা ও মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন লিটন দাস ও সাকিব আল হাসান। আউট হওয়ার সময় লিটনের রান ছিল ১৩। রোহিত এবং সিরাজ, দু'জনেই দুর্দান্ত ক্যাচ নেন।
আরও পড়ুন- ৫.৮ কোটি খরচ ট্রান্সফার সিজনে! হারের পর হারে দায়িত্ব ছাড়লেন লাল হলুদের প্রফেসর কুয়াদ্রাত
এই ইনিংসে মুমিনুল ও মিরাজের জুটি শেষ পর্যন্ত ৫৪ রান তোলে। লাঞ্চের পরই আউট হন মিরাজ। এরপর মাত্র ৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। বাংলাদেশের বাইরে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ইনিংসে বাংলাদেশের শেষ উইকেটটি নিয়ে টেস্ট ক্রিকেটের তৃতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেটের শিকার পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ২৩৩ রান। ভারত ৯ উইকেটে ২৮৫ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে বাংলাদেশ।