Advertisment

IND vs BAN: বিশ্বের যে কোনও দলকে হারানোর সামর্থ্য রাখি! ভারতের কাছে কচুকাটা হয়েও আত্মবিশ্বাসী টাইগার শান্ত

Najmul Hossain Shanto on IND vs BAN t20 series: বোলাররা ভালোই বল করেছে, ভারতের কাছে ছক্কার রেকর্ড হজম করেও বড় মন্তব্য বাংলাদেশের অধিনায়কের

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Nazmul Hasan Shanto, সূর্যকুমার যাদব, নাজমুল হাসান শান্ত,

Suryakumar Yadav-Najmul Hossain Shanto: ম্যাচের পর টি২০ দলের দুই অধিনায়ক, ভারতের সূর্যকুমার যাদব ও বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। (ছবি- টুইটার)

India vs Bangladesh t20I series: ভারতের কাছে দুরমুশ হওয়ার পরও খোশমেজাজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আত্মবিশ্বাসী, এবার তাঁর দল যে কোনও দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই ব্যাপারে শান্ত বলেছেন, 'আমাদের বিশ্বাস যে আমরা এবার যে কোনও দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।' সমালোচকরা যতই ভারতে টেস্ট এবং টি২০-কে বাংলাদেশের দুঃস্বপ্নের সিরিজ বলুন না কেন, শান্তর ধারণা যে বাংলাদেশের পিচ বদলালেই তাঁদের খেলার ধাঁচ বদলে যাবে। তখন যে কোনও দলের সঙ্গেই তাঁরা মোকাবিলা করতে পারবেন।

Advertisment

এই বাংলাদেশ দলই ক'দিন আগে পাকিস্তানে টেস্ট সিরিজ ২-০ তে জিতে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। অনুগামীরা তাদের বাস্তবের টাইগারও বলতে শুরু করেছিলেন। কিন্তু, ভারতে এসেই দেখা গেল যে তাঁরা কাগুজে বাঘ। টেস্ট সিরিজে তো দুরমুশ হয়েছেই। শেষ টেস্ট, মানে কানপুর টেস্ট-এ মাত্র দুই দিনে বিরাট রানের ব্যবধানে হেরেছে। টি-২০ সিরিজের শেষ ম্যাচেও লজ্জাজনক হারের মুখে পড়েছে। তারপরও বাংলাদেশ অধিনায়কের কথার ইঙ্গিত, যাবতীয় দোষ উঠোনের। তাঁদের নাচা নিয়ে কোনও সন্দেহ নেই।

সিরিজের শেষ টি২০ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৭ রান তোলে। যা টি২০-র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। সেই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায়। মোট ১৩৩ রানে হার। এটা টি২০ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। তারপরও শান্ত ব্যাপারটা বেশ হালকাভাবেই নিচ্ছেন। তাঁর কথায়, 'আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটাররা ইউনিট হিসেবে খেলেননি। আমরা কিছু ওভারে ভালো পারফর্ম করতে পারিনি।'  

এই লজ্জাজনক পরিস্থিতি থেকে আগামী দিনে তাঁরা কীভাবে মুক্ত হবেন, তার উপায়ও বাতলেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেছেন, 'নিজের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। মনে রাখতে হবে যে আমরা যে কোনও দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এটা মাথায় রাখা প্রয়োজন। আমাদের অনেক বদলাতে হবে। বিশেষ করে ঘরের উইকেট পরিবর্তন করতে হবে। খেলোয়াড়দেরকেও নিজেদের যত্ন নিতে হবে। দায়িত্ব নিতে হবে।' 

আরও পড়ুন- বাবর-আফ্রিদি একদমই ছাঁটাই! পাক ক্রিকেটের লজ্জার অন্ধকারে দুই সুপারস্টারকে বাদ দেওয়ার বিশাল ঘোষণা

তাঁর এই সব পরিকল্পনা বাস্তবায়িত করা যে সম্ভব, বর্তমানের উদাহরণ টেনে তা-ও বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, 'হৃদয় আজকে সত্যিই ভালো বোলিং করেছে। পেসাররা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করেছে। এটা ভালো লক্ষণ। একজন টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে, আমিও নিজের উন্নতি করতে চাই। এভাবেই অগ্রগতি ঘটবে।'

Cricket News T20 Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment