Advertisment

Babar Azam Shaheen Afridi dropped: বাবর-আফ্রিদি একদমই ছাঁটাই! পাক ক্রিকেটের লজ্জার অন্ধকারে দুই সুপারস্টারকে বাদ দেওয়ার বিশাল ঘোষণা

Pakistan squad for remaining two tests against England: বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট তো বটেই ইংল্যান্ডের কাছেও শোচনীয়ভাবে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। তারপরেই চড়া সিদ্ধান্ত নিল পাক বোর্ড।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pakistan Drops Babar Azam Shaheen Afridi

Pakistan Cricket Team: বাবর-আফ্রিদিকে বাদ দিল পাকিস্তান (টুইটার)

Babar Azam Shaheen Afridi dropped from Pakistan squad: প্ৰথম টেস্টে নক্কারজনকভাবে হারের পর এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট থেকে সরাসরি বাদ দেওয়া হল দলের তিন সেরা তারকাকে- বাবর আজম, শাহিন আফ্রিদি, সরফরাজ আহমেদ এবং নাসিম শাহকে বাইরে রেখে বাকি দুই টেস্টের স্কোয়াড সাজাল সবুজ জার্সি। পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত আবরার আহমেদকেও বাইরে রাখা হল।

Advertisment

চমকে দেওয়া স্কোয়াড নির্বাচনের পর পাক নির্বাচন প্যানেলের সদস্য আকিব জাভেদ বলে দিয়েছেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী দুই টেস্টের স্কোয়াড নির্বাচন বেশ চ্যালেঞ্জ ছিল। সাম্প্রতিককালে প্লেয়ারদের ফর্ম, সিরিজে ফিরে আসার তাগিদ এবং ২০২৪/২৫ সিজনের টানা ক্রিকেট খেলার ধকল- সমস্ত কিছু বিবেচনার মধ্যে রাখা হয়েছে।"

"আমরা আশাবাদী যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি বাদ পড়া ক্রিকেটারদের ফর্ম, ফিটনেস এবং আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে ভবিষ্যতের আরও চ্যালেঞ্জের আগে। ওঁরা দেশের ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা যাঁদের অবদান অগ্রাহ্য করার নয়। এই সময়ে আমরা পুরোপুরি ওঁদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব যাতে ওঁরা আরও দারুণভাবে ফিরতে পারে।"

আরও পড়ুন: বাংলাদেশকে কেন মাঠেই 'জবাই'! ভারত, BCCI-কে ধুন্ধুমার আক্রমণ 'পাক' জন্মজাত তারকার, ভয়াল অভিযোগ সামনে

বাদ পড়া তিন সুপারস্টারের জায়গায় পাকিস্তান স্কোয়াডে তিন জন আনক্যাপড প্লেয়ারদের অন্তর্ভুক্ত করেছে- হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ এবং কামরান গুলাম। পাশাপাশি নেওয়া হয়েছে ফাস্ট বোলার মহম্মদ আলি এবং অফস্পিনার সাজিদ খানকে।

বাংলাদেশের বিরুদ্ধে টানা দুই টেস্টে পরাজয়ের লজ্জা, তারপরে মুলতানের হাইরোড পিচেও ৫৫০ প্লাস স্কোর করে ইংল্যান্ডের বিপক্ষে প্ৰথম টেস্টে ধরাশায়ী হওয়া- পাকিস্তান ক্রিকেটকে নতুনভাবে নিচে নামিয়ে দিয়েছে।

সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। দীর্ঘদিন রানের মধ্যে না থাকা তারকা প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। ২৯ বছরের তারকার টেস্টে শেষবার ফিফটি এসেছিল ১৮ ইনিংস আগে। ২০২২-এ এই নিউজিল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টেই।

পাকিস্তানি পেসারদের অবস্থাক তথৈবচ। পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে উইকেট দখলের সংখ্যায় পাক পেসাররা এগিয়ে একমাত্র আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের তুলনায়। মুলতানে পাকিস্তান দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নামবে অক্টোবর ১৫-এ।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Pakistan Cricket Pakistan Cricket Team Babar Azam Shaheen Afridi
Advertisment