Advertisment

Rohit Sharma Press Conference: বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারলেই কথা উঠবে, টাইগারদের বিপক্ষে নামার আগেই বিস্ফোরণ রোহিতের

Rohit Sharma in press conference: বাংলাদেশ সিরিজ কি আদৌ গুরুত্বপূর্ণ, সোজাসুজি খোলামেলা জবাব এবার টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Bangladesh Cricket Team, রোহিত শর্মা, বাংলাদেশ ক্রিকেট দল,

Rohit Sharma-Bangladesh Cricket Team: ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। তারপর টি-২০ সিরিজ খেলবে। (ছবি- টুইটার)

Rohit Sharma, Bangladesh Cricket Team: অন্যান্য সিরিজের মত বাংলাদেশ সিরিজকেও রীতিমতো মরণ-বাঁচন লড়াই হিসেবে দেখছেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজেই তা স্পষ্ট করে দিয়েছেন। শুধু বাংলাদেশ সিরিজই নয়। আগামী ১০টি টেস্ট ম্যাচের প্রতিটির দিকে টিম ইন্ডিয়া বিশেষভাবে মনোযোগ দেবে। সেকথাও স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। জানিয়েছেন, প্রতিটিতে জয়লাভ করা এবং টানা তৃতীয়বারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করাই এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য। বাংলাদেশ সিরিজের পর, ভারত বর্ডার-গাভাসকার ট্রফির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলা আছে।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে প্রতিটি ম্যাচেই জয়ের এই তাৎপর্য তুলে ধরেন ভারতের অধিনায়ক। রোহিত শর্মা প্রতিবেশী দেশের দলের মুখোমুখি হওয়া নিয়ে মানসিকতার যাবতীয় সংশয় উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ এখনও ভারতের মাটিতে টেস্ট জয় করতে পারেনি। রোহিত দৃঢ়ভাবে বলেছেন যে আইসিসি শিরোনামের জন্য সম্প্রতি তাঁদের ১১ বছরের খরা মিটেছে। কিন্তু, তারপরও ভারত আত্মতুষ্ট নয়। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, ভারত অধিনায়ক এনিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একটু কি কম চাপ অনুভব করছেন? কারণ, ভারত আইসিসি ট্রফি এই বছরই জিতেছে। খরার অবসান হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সিরিজ জয় কি ভারতের কাছে আদৌ গুরুত্বপূর্ণ? 

তার প্রেক্ষিতে ভারত অধিনায়ক উল্লেখ করেছেন যে আইসিসি টুর্নামেন্ট সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে। তবে প্রতিটি সিরিজের আলাদা গুরুত্ব। রোহিত জানিয়েছেন যে তাঁরা দ্বিপাক্ষিক সিরিজ না জিতলে সমালোচনা শুরু হবে। লোকেরা বলবে, হেরে যাওয়াটা উচিত হয়নি। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, 'আইসিসি টুর্নামেন্ট এবং সেসব নিয়ে অনেক কথা হয়েছে। প্রতিটা সিরিজ আলাদা। আমরা যদি দ্বিপাক্ষিক সিরিজ না জিততে পারি, তবে সমালোচনা শুরু হবে যে কীভাবে আমরা দ্বিপাক্ষিক সিরিজে হেরেছি, সে নিয়ে। বলা হবে যে আমাদের সিরিজটা হারা উচিত ছিল না। এই সব।'

রোহিত বলেন, 'আমরা যে সিরিজ খেলি, প্রতিটি টুর্নামেন্টকে আলাদা গুরুত্ব দিয়ে খেলি। শুধু দর্শকদের জন্যই নয়। আমাদের নিজেদের জন্যও। আমরা জিততে চাই। একটা ট্রফি জিতে বসে থাকার সুযোগ নেই। এমন আরাম, উপভোগ পাওয়া সম্ভব না।' রোহিতের একথা বলার কারণ, জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর, ভারত ওডিআই সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরেছে। তাড়া করে ২৫০ রানও তুলতে পারেনি। আর, তা নিয়ে কম সমালোচনা হয়নি।

আরও পড়ুন- বাংলাদেশকে সহজভাবে নেওয়াই যাবে না, রোহিতদের সতর্ক করলেন টাইগারদের কোচিং করানো ভারতীয়

রোহিত জানান, টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পরে দলকে পুনরায় একত্রিত করতে পেরে তিনি আনন্দিত। মধ্যের সময়ে তাঁরা সীমিত ওভারের ফরম্যাটে মনোযোগ দিয়েছিলেন। এই সিরিজে বিরাট কোহলির মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে পেয়েছেন। যার ফলে প্রতিবেশী দেশের দলের বিরুদ্ধে ঘরের মাঠে দলের ভালো ফর্ম বজায় রাখতে পারবেন বলেই তিনি আশাবাদী।

Rohit Sharma Test cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment