Advertisment

IND vs BAN 3rd t20I records: বাংলাদেশের ওপর অত্যাচারে রেকর্ডের পর রেকর্ডের পাহাড় ভারতের! তান্ডবে ছিন্নভিন্ন সব পরিসংখ্যান

India vs Bangladesh 3rd t20I: বাংলাদেশকে চরম যন্ত্রণা দিয়ে একের পর এক রেকর্ডের স্রোতে ভাসিয়ে দিল টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা যেন রেকর্ড গড়তেই নেমেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh 3rd t20, ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০

India vs Bangladesh 3rd t20: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে এভাবেই রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

IND vs BAN 3rd t20I records: বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচে রেকর্ডের বন্যা ছোটাল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের খেলোয়াড়রা যেন এই ম্যাচ রেকর্ড গড়তেই নেমেছিলেন। ২৫টি চার এবং ২২টি ছক্কা-সহ মোট ৪৭টি বাউন্ডারির তালমিলে টি২০ ইতিহাসে দ্বিতীয়বার ৩০০ হওয়ার নজির দেখাতে পারত এই ম্যাচ। কিন্তু, ভারতীয় দল তার তিন রান আগেই থেমে যায়। তারপরও আইসিসির পূর্ণকালীন কোনও সদস্য দেশের বিরুদ্ধে অপর পূর্ণকালীন সদস্য দলের এটাই সর্বোচ্চ টি২০ রান। 

Advertisment

এই ম্যাচেই প্রথম টি২০ সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টিম ইন্ডিয়া হায়দরাবাদে ২০ ওভারে তুলল ২৯৭ রান। তা-ও মাত্র ছয় উইকেটে। গতবছর হ্যাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের তিন উইকেটে ৩১৪-র তুলনায় এই রান কম। তবে, দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের করা তিন উইকেটে ২৭৮ রানকে পরিসংখ্যানকে শনিবার ছাপিয়ে গেল টিম ইন্ডিয়ার রান। ফলে ভারতের এই ম্যাচে রান, টি২০ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের তকমা পেল।

টি২০-তে সর্বোচ্চ রানের রেকর্ড

মোট রান/দল  প্রতিপক্ষ/বছর
নেপাল (৩১৪/৩) মঙ্গোলিয়া, ২০২৩
ভারত (২৯৭/৬) বাংলাদেশ, ২০২৪
সানরাইজার্স হায়দরাবাদ (২৮৭/৩) মুম্বই ইন্ডিয়ান্স, ২০২৪
আফগানিস্তান (২৭৮/৩) আয়ারল্যান্ড, ২০১৯
চেক প্রজাতন্ত্র (২৭৮/৪) তুরস্ক, ২০১৯

আর, টি২০ ইতিহাসে ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে এতদিন দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল চলতি বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের করা ২৮৭ রান। সেই রানকেও শনিবার ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া। এই বিপুল পরিমাণ রান বুঝিয়ে দিল, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিলেন টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। 

টি২০-তে সর্বোচ্চ পার্টনারশিপ

ব্যাটার/পার্টনারশিপ  প্রতিপক্ষ/বছর
রোহিত শর্মা-রিংকু সিং, অপরাজিত ১৯০ রান আফগানিস্তান, ২০২৪
দীপক হুডা-সঞ্জু স্যামসন, ১৭৬ রান আয়ারল্যান্ড, ২০২২
সঞ্জু স্যামসন-সূর্যকুমার যাদব, ১৭৩ রান বাংলাদেশ, ২০২৪
রোহিত শর্মা-কেএল রাহুল, ১৬৫ রান  শ্রীলঙ্কা, ২০১৭
যশস্বী জয়সওয়াল-শুভমান গিল, ১৬৫ রান ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩

তবে, শনিবার দিনের শুরুটা কিন্তু ভালো হয়নি ভারতের। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া টিম ইন্ডিয়া তৃতীয় ওভারেই অভিষেক শর্মাকে হারায়। এরপরই অপর ওপেনার উইকেটরক্ষক সঞ্জু স্যামসন অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে তোলেন ১৭৩ রান। যা টি২০ ফরম্যাটে ভারতের জন্য তৃতীয় সেরা জুটির উদাহরণ হয়ে উঠল। 

আরও পড়ুন- মাঠে চরম লাঞ্ছনা, মাঠের বাইরে পরম শ্রদ্ধা! রিয়াদের শেষ ম্যাচ হাসি-কান্নায় ভরিয়ে দিলেন সূর্যকুমার

এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা মোট ৪৭টি বাউন্ডারি মারায়, তাতেও তৈরি হল নতুন রেকর্ড। এর আগে টি২০ ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের দখলে। ২০১৯ সালে তারা তুরস্কের বিরুদ্ধে ৪৩টি বাউন্ডারি মেরেছিল।

Bangladesh Cricket T20 Indian Cricket Team Indian Team record Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment