India vs Bangladesh Kanpur Test: কানপুর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারত বিরাট কোহলির বদলে চার নম্বরে ব্যাট করতে পাঠাল ঋষভ পন্থকে। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত অবাক করে দিয়েছে সুনীল গাভাসকারকেও। কারণ, চার নম্বরে নেমে কোহলি টেস্ট ক্রিকেটে প্রায় ৯,০০০ রান করেছেন। অবশ্য, কোহলিকে চার নম্বরের নীচে ব্যাট করতে নামানোর সিদ্ধান্ত ভারত কিন্তু এই প্রথমবার নিল না।
কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা শুরুটা করেছিলেন ব্যাজবল মোডে। ২৩৩ রানে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটানোর পর ভারতীয় ওপেনিং জুটি টেস্ট ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছে। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্ট-এর প্রথম ইনিংসে ভারত দলগতভাবে সর্বকালের দ্রুততম সেঞ্চুরিও করেছে।
কানপুরে দ্বিতীয় এবং তৃতীয় দিন বৃষ্টি এবং ভিজে আউটফিল্ডের জন্য খেলা বন্ধ ছিল। বর্তমানে ম্যাচের যা পরিস্থিতি তাতে ড্র হওয়ার পথে বলেই আশঙ্কা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের ড্র করার ইতিহাসও দীর্ঘদিনের। কিন্তু, দ্বিতীয় টেস্ট ড্র হয়ে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ভারত রীতিমতো সমস্যা পড়বে। ভারতের ব্যাট করতে নামার আগে জসপ্রিত বুমরাহ ও অশ্বিনের বোলিংয়ের মুখে বাংলাদেশের লাইন আপ গুটিয়ে যায়। এরপর ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা চার-ছক্কার ঝড় তোলেন।
যার সুবাদে ভারত মাত্র ১৮ বলে ৫০ করে। রোহিত ১১ বলে ২৩ এবং যশস্বী ৫১ বলে ৭২ রান করলেও টিম ইন্ডিয়া ৬১ বলে সেঞ্চুরি করে। ব্যাটিংয়ের অপর প্রান্ত ধরে রেখেছিলেন শুভমান গিল। তিনি ৩৯ রান করেন। চার নম্বরে যথারীতি নামার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু, দেখা যায় যে কোহলির বদলে নামছেন ঋষভ পন্থ। সেই সময় ধারাভাষ্যকার ছিলেন মুরলী কার্তিক। তিনি বোঝানোর চেষ্টা করেন যে টিম ইন্ডিয়া ডান ও বামের সমন্বয় রাখতে পন্থকে ক্রিজে পাঠিয়েছে। কিন্তু, অন্যতম ধারাভাষ্যকার সুনীল গাভাসকার, রোহিত ও গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। গাভাসকার জানান, এটা একটা 'অদ্ভুত' সিদ্ধান্ত। এই ব্যাপারে গাভাসকার বলেন, 'এমন একজনকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হল না, যাঁর চার নম্বরে নেমে টেস্ট ক্রিকেটে প্রায় ৯,০০০ রান আছে।'
আরও পড়ুন- বিষ ফুটল শরীরে, ভারতের মাঠে ভয়ঙ্কর আক্রান্ত মেহেদি, লুটিয়ে পড়লেন মাটিতে, দেখুন ঘটনা
তবে, এবারই প্রথম নয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পোর্ট অফ স্পেনে কোহলির বদলে চার নম্বরে নেমেই হাফ সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষান। এক বছর আগেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কোহলির বদলে চার নম্বরে নামানো হয়েছিল বাঁহাতি অক্ষর প্যাটেলকে। সব মিলিয়ে কোহলি তাঁর কেরিয়ারে ৩১ বার চার নম্বরের নীচে ব্যাট করেছেন। আর, চার নম্বরের নীচে নেমে চারটে সেঞ্চুরিও করেছেন। তার মধ্যে তিনটে পাঁচ নম্বরে নেমে। আর, একটি ছয় নম্বরে নেমে। ২০১২ সালে তিনি শেষবার ছয় নম্বরে ব্যাট করেছিলেন।