Advertisment

Rohit Sharma Press Conference: সেরা দল নামানো সম্ভব নয়! বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেই আগেই চড়া মন্তব্য রোহিতের, উঠল ঝড়

Rohit Sharma in press conference: বৃহস্পতিবার প্ৰথম টেস্টে নামছে ভারত-বাংলাদেশ দুই দল। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ক্যাপ্টেন রোহিত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, India vs Bangladesh, রোহিত শর্মা, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh-Rohit Sharma: রোহিত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় নিয়ে আশাবাদী (টুইটার)

Rohit Sharma, Bangladesh Cricket Team: ভারত বনাম বাংলাদেশ ১ম টেস্ট ম্যাচ সম্পর্কে মুখ খুললেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এসব কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 'সব ম্যাচে আপনার সেরা খেলোয়াড়দের খেলানো সম্ভব নয়।' একইসঙ্গে প্রথম টেস্টের আগেই কেমন যেন পিছিয়ে পড়া মনোভাব নিয়ে রোহিত ওই সাংবাদিক বৈঠকে বলেছেন, 'আট মাস পর টেস্ট ক্রিকেট খেলা খুবই কঠিন।' 

Advertisment

ভারত অধিনায়ক রোহিত জানিয়েছেন, প্যাকড শিডিউলের কারণে কাজের চাপ বেড়েছে। অন্য ফরম্যাটে খেলা হলেও ভারত বহুদিন টেস্ট খেলেনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ভারত ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে। তারপরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে। লাল বলের খেলার মাঝখানে, কয়েকটি সাদা বলের টি-২০ ম্যাচও টিম ইন্ডিয়া খেলবে। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেছেন, 'এটা আমাদের মনে রয়েছে। কিন্তু, চাইলেই সেরা খেলোয়াড়দের দিয়ে সব ম্যাচ খেলাতে পারবেন না। লাল বলের সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। আবার টি-২০ ম্যাচও আছে। সেগুলোও টিম ইন্ডিয়াকে সামলাতে হবে। আমরা ওদের নিয়ন্ত্রণ করব। অতীতেও করেছি।'

রোহিত বলেন, 'আমরা জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজকে ইংল্যান্ড সিরিজের সময় একটি টেস্ট ম্যাচে অফ দিয়েছিলাম। পাঁচ ম্যাচের সিরিজে বুমরাহকে রাঁচিতে চতুর্থ টেস্টে এবং ভাইজাগে দ্বিতীয় টেস্টের জন্য সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আমরা ফিজিওদের সঙ্গে কথা বলব এবং এবারও সেটা করা যায় কি না, সেটা দেখব। দলীপ ট্রফিতে আমরা বেশকিছু ভালো প্রতিভার সন্ধান পেয়েছি। প্রয়োজনে তাঁদেরও দলে নেওয়া যেতে পারে।'

আরও পড়ুন- বাংলাদেশকে ভারতে একটু মজা নিতে দাও! সিরিজ শুরুর আগেই টাইগারদের চরম খিল্লি রোহিতের

রোহিত শেষবার এবছরের শুরুর দিকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে লাল বলে খেলেছিলেন। আর কোহলি সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নববর্ষের টেস্টে ভারতের হয়ে খেলেছিলেন সেকথা মাথায় রেখে বছর ৩৭-এর রোহিত বলেন, 'এটা কঠিন ব্যাপার। ৮ মাস পরে টেস্ট খেলা সহজ না। তবে, আমাদের এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। এটাই যা রক্ষে। তাছাড়া আমরা চেন্নাইয়ে ক্যাম্প করেছিলাম। মাঠে অনেকটা সময় কাটিয়েছি। প্রত্যেকেই খুব খেটেছে। আমরা অনেকে দলীপ ট্রফিও খেলেছি। তাই বলতে পারি, সামনে যেই থাকুক, আমরা তৈরি।'

 

Rohit Sharma Test cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment