Advertisment

চোটে অনুশীলনের মাঝেই মাঠ ছাড়লেন রোহিত

বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে। বিরাটের অনুপস্থিতিতে জাতীয় দলকে অধিনায়কত্ব করবেন রোহিত। তবে প্রথম টি২০তে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগে চোট পেলেন হিটম্যান।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

অনুশীলনের মাঝপথেই মাঠ ছাড়লেন রোহিত (টুইটার, ফাইল চিত্র)

ভারত বাংলাদেশ সিরিজের আগে ঘটনার অভাব নেই। একে তো বাংলাদেশ ক্রিকেটে চরম ডামাডোল। তারকা শাকিবই নির্বাসিত হয়েছেন। তার উপরে দূষণের কারণে দিল্লিতে ম্যাচ আয়োজন করতে গিয়ে সমালোচনার মুখে বিসিসিআই। এর মধ্যেই আরও খারাপ খবর ভারতীয় ক্রিকেট মহলে। অনুশীলনেই সময়েই চোট পেয়ে আহত হলেন রোহিত। মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। এতেই কপালে ভাঁজ ক্রিকেট মহলের।

Advertisment

বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে। বিরাটের অনুপস্থিতিতে জাতীয় দলকে অধিনায়কত্ব করবেন রোহিত। তবে প্রথম টি২০তে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগে চোট পেলেন হিটম্যান।

আরও পড়ুন ধোনির অবসরের গুজব ওড়ালেন রোহিত

বাংলাদেশের বাঁ হাতি সিমার মুস্তাফিজুর রহমানের মোকাবিলা করার জন্য অনুশীলনে লেফট আর্ম স্পেশ্যালিস্ট বোলারকে নামানো হয়েছিল অনুশীলনে। যিনি ক্রমাগত থ্রো ডাউন করে যাচ্ছিলেন। অনুশীলনে নেট সেশনের আগে ওয়ার্ম আপ করার জন্যই থ্রো ডাউন করেন ব্যাটসম্যানরা। এমন অনুশীলনের সময়েই রোহিতের বাঁ উরুতে সজোরে আছড়ে পড়ে বল।

তারপরেই মাঠ ছাড়তে বাধ্য হলেন তারকা ক্রিকেটার। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, রোতিহের চোট খতিয়ে দেখা হচ্ছে। মাঠ ছাড়ার পরে পরবর্তী সময়ে আর অনুশীলনে অংশ নেননি তিনি।

টি২০ সিরিজে ব্যাক আপ কিপার হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। তাঁকে দেখা গেল দলের বাকিদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন সারতে। ভারতের অনুশীলনে ঋষভ পন্থকে দেখা গেল উইকেটের পিছনেই বেশি সময় নিয়োগ করতে।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন শিবম দুবে। তাঁকেও রাখা হয়েছে সিরিজে। অনুশীলনে তারকা অলরাউন্ডারকে দেখা গেল হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বেশি সময় থাকতে।

Read the full article in ENGLISH

cricket Rohit Sharma
Advertisment