Advertisment

Sanju Samson Century: ছক্কায় ছক্কায় ইতিহাস গড়ে সেঞ্চুরি! বলের সঙ্গে টাইগারদের ছাল খুলে রেকর্ড বইয়ে সঞ্জু স্যামসন

IND vs BAN 3rd T20I: ছক্কায় ছক্কায় রেকর্ড গড়ে ইতিহাস বইয়ে জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন। ২২ বলে হাফসেঞ্চুরির পর সেঞ্চুরি করলেন ৪০ বলে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sanju Samson Century, সঞ্জু স্যামসন শতরান

Sanju Samson: বিধ্বংসী ব্যাটিংয়ে শতরান করলেন সঞ্জু স্যামসন (টুইটার)

India vs Bangladesh 3rd t20I, Sanju Samson 2nd fastest t20I century: হায়দরাবাদে তৃতীয় টি২০তে ব্যাট নয় যেন চাবুক নিয়ে খেলতে নামলেন সঞ্জু স্যামসন। ৪০ বলে শতরান করলেন। টি২০-র ইতিহাসে দ্রুততম দ্বিতীয় ভারতীয় হিসাবে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন। ১০ম ওভারে রিশাদ হোসেনের ওভারে পাঁচ ছক্কা হাঁকালেন। ৪৭ বলে ১১১ করে শেষমেশ আউট হলেন তারকা কিপার ব্যাটার।

Advertisment

সঞ্জুর ইনিংসের সেরা মুহূর্ত হাজির হল দশম ওভারে। রিশাদ হোসেনকে পাঁচটা ছক্কা হাঁকালেন। ২৯ বলে ৬২ রানে ব্যাট করছিলেন তিনি। মাত্র ছয় বলের ব্যবধানে নব্বইয়ের ঘরে পৌঁছে যান তিনি। একটা ডট বল হজম করার পর রিশাদকে ছক্কায় ছক্কায় ছন্নছাড়া করে দেন সঞ্জু। লং অন, লং অফ, মিড উইকেট যেন নিজের নামে বানিয়ে নিয়েছিলেন সঞ্জু।

আরও পড়ুন: 'বাঘ নির্যাতনে' অভিযুক্ত টিম ইন্ডিয়া! দশেরায় বাংলাদেশকে অসুর বানিয়ে রেকর্ডেই বিসর্জন হায়দরাবাদে

৩০ রান তুলে সঞ্জু টি২০ আন্তর্জাতিকে এক ওভারে সবথেকে বেশি রান তোলার নিরিখে দ্বিতীয় স্থানে নিজের নাম লিখে ফেললেন। এক ওভারে সবথেকে বেশি রান তোলার লিস্টে শীর্ষে রয়েছেন যুবরাজ সিং, ছয় ছক্কা সমেত।

সম্মিলিত প্রচেষ্টায় অবশ্য এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং। আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের জানুয়ারিতেই দুজনে ৩০ রান তুলেছিলেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে একইভাবে তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড ৩০ তুলেছিলেন একই ওভারে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় ওভারেই অভিষেক শর্মাকে হারায়। তারপরেই সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন মিলে তান্ডব শুরু করেন। মাত্র ১০ ওভারেই ১৫০-এর গন্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। পূর্ণ সদস্যের ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে সঞ্জু স্যামসন টি২০-র ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান হাঁকিয়ে যান এদিন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড মিলার। যিনি ২০১৭-য় বাংলাদেশের বিপক্ষেই ৩৫ বলে শতরান করে গিয়েছিলেন।

ভারতের হয়ে টি২০-তে এক ওভারে সর্বাধিক রান: যুবরাজ সিং: বনাম ইংল্যান্ড (টি২০ বিশ্বকাপ, ২০০৭, ডারবান)- ৩৬

রোহিত শর্মা-রিঙ্কু সিং: বনাম আফগানিস্তান (বেঙ্গালুরু, ২০২৪)- ৩৬

সঞ্জু স্যামসন: বনাম বাংলাদেশ (হায়দরাবাদ, ২০২৪)- ৩০

তিলক ভার্মা-ঋতুরাজ গায়কোয়াড: বনাম অস্ট্রেলিয়া (গুয়াহাটি, ২০২৩)- ৩০

রোহিত শর্মা- বনাম অস্ট্রেলিয়া (সেন্ট লুসিয়া, টি২০ বিশ্বকাপ, ২০২৪)- ২৯

আন্তর্জাতিক টি২০-তে দ্রুততম শতরান (পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে)

ডেভিড মিলার: ৩৫ বলে, বনাম বাংলাদেশ (পচেফস্ট্রুম, ২০১৭)

রোহিত শর্মা: ৩৫ বলে, বনাম শ্রীলঙ্কা (ইন্দোর, ২০১৭)

জনসন চার্লস: ৩৯ বলে, বনাম দক্ষিণ আফ্রিকা (সেঞ্চুরিয়ন, ২০২৩)

সঞ্জু স্যামসন: ৪০ বলে, বনাম বাংলাদেশ (হায়দরাবাদ, ২০২৪)

হজরততুল্লা জাজাই: ৪১ বলে, বনাম আয়ারল্যান্ড (দেহরাদুন, ২০২৪)

Advertisment