Advertisment

IPL 2025 auction: মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে রোহিতের, উঠবেন না নিলামেও! বিরাট পূর্বাভাস ঝড় তুলল আচমকা

Aakash Chopra on Rohit Sharma: মুম্বইয়ে নেতৃত্ব হারানোর পর রোহিত আর মেগা ফ্র্যাঞ্চাইজিতে থাকতে চাইছেন না। যোগ দেবেন অন্য দলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, IPL, রোহিত শর্মা, আইপিএল,

Rohit Sharma-IPL: রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি- টুইটার)

IPL 2025 auction, Aakash Chopra: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছেন রোহিত শর্মা। ২০২৫ সালের আইপিএলেই তিনি ছাড়তে চাইছেন তাঁর দীর্ঘদিনের দল মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০২৪ সালের আইপিএলের আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপর থেকেই রোহিতের সঙ্গে মুম্বই কর্তাদের বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ। এর জেরেই তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ২০২৫ সালের আইপিএলের দিকে তাকিয়ে রোহিত বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেও ফেলেছেন। বিভিন্ন প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। রোহিতকে নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁকে রোহিতের আইপিএল ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে 'হিটম্যান'কে ট্রেড উইন্ডোর মাধ্যমে একটি নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন।

Advertisment

আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলেছেন, 'তিনি থাকবেন নাকি ছেড়ে যাবেন, এটা একটা বড় প্রশ্ন। ব্যক্তিগতভাবে, আমি মনে করি তিনি থাকবেন না। যাঁকে ধরে রাখা হবে তিনি এই চিন্তায় থাকবেন যে তিনি আপনার সঙ্গে তিন বছর থাকবেন। এমএস ধোনি ও চেন্নাই সুপার কিংসের গল্পটা কিন্তু আলাদা। আমি মনে করি, রোহিত শর্মা নিজেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। অথবা, এমআই (MI) তাঁকে ছেড়ে দিতে পারে।'

প্রাক্তন কেকেআর ব্যাটার আকাশ আরও বলেছেন, 'যে কোনও কিছুই ঘটতে পারে। কিন্তু, আমি মনে করি না রোহিতকে মুম্বইয়ে ধরে রাখা হবে। আমার কাছে কোনও তথ্য নেই। কিন্তু, আমি মনে করি রোহিতকে সম্ভবত ছেড়ে দেওয়া হবে। ও হয়তো ট্রেড উইন্ডোতে কোনও দলে যেতে পারে। এটা একটা সম্ভাবনা। আবার ওকে নিলামে উঠতেও দেখা যেতে পারে।'

চোপড়াকে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। জল্পনা চলছে যে যাদবও মুম্বই ছাড়তে পারেন। কিন্তু, আকাশ চোপড়া মনে করেন না সূর্য তাঁর কেরিয়ারের এই সময়ে এমআই ছাড়বেন। এই ব্যাপারে চোপড়া বলেছেন, 'আমার মনে হয় না যে সূর্যকুমার যাদব দল ছাড়বে। এমন কিছু শুনিনি। মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে ছাড়বে না। আর, আমার মনে হয় সূর্যও মুম্বই ছাড়তে চাইবে না।'

আরও পড়ুন- বাবর-কোহলি, শাহিন-বুমরা এবার খেলবেন একই দলে! দুনিয়া কাঁপানো টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক আপডেট

চোপড়াকে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। জল্পনা চলছে যে যাদবও মুম্বই ছাড়তে পারেন। কিন্তু, আকাশ চোপড়া মনে করেন না সূর্য তাঁর কেরিয়ারের এই সময়ে এমআই ছাড়বেন। এই ব্যাপারে চোপড়া বলেছেন, 'আমার মনে হয় না যে সূর্যকুমার যাদব দল ছাড়বে। এমন কিছু শুনিনি। মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে ছাড়বে না। আর, আমার মনে হয় সূর্যও মুম্বই ছাড়তে চাইবে না। কোথা থেকে অন্য কথা আসছে জানি না, তবে আমার মনে হয়, সূর্য ওখানেই থাকবে। ও কোথাও যাচ্ছে না। আমার মনে হয় সূর্যকুমার যাদব মুম্বই দলের সঙ্গেই থাকবে।'

 

Mumbai Indians Rohit Sharma IPL auction
Advertisment