ভারত: ৩৭৬/১০ এবং ২৮৭/৪
বাংলাদেশ: ১৪৯/১০
IND vs BAN: ৬৩২ দিন পরে খেলতে নেমেছিলেন আন্তর্জাতিক টেস্টে। আর চেন্নাইয়ে প্রত্যাবর্তনেই শতরান হাঁকিয়ে গেলেন ঋষভ পন্থ। পন্থের সঙ্গেই শতরানের দেখা পেলেন শুভমান গিল-ও। গতকাল দুজনেই ক্রিজে অপরাজিত ছিলেন। শনিবার দুজনেই সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে প্রায় হারের কিনারায় ঠেলে দিলেন।
ওয়ানডের মেজাজে সেঞ্চুরি করে হাঁকাতে গিয়ে মেহেদি হাসান মিরাজের বলে কট এন্ড বোল্ড আউট হলেও গিল ১১৯ রানে অপরাজিত থেকে যান। ভারত যখন ২৮৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে কেএল রাহুল তখন ১৯ বলে ২২ করে অপরাজিত।
পন্থ দুর্দান্ত শতরান করে আপাতত মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন। ভারতীয় কিপার ব্যাটারদের মধ্যে এতদিন সর্বাধিক টেস্ট শতরানের মালিক ছিলেন ধোনি (৬টি)। কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে আইডল ধোনিকে ছুঁয়ে ফেললেন পন্থ। এই নিয়ে ঘরের মাঠে দ্বিতীয় শতরান করলেন তিনি। অন্য শতরান এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে। ঘটনা হল, নব্বইয়ের ঘরে এর আগে হাফডজন বার আউট হয়েছিলেন। এবার আর শতক মাঠে ফেলে আসেননি তিনি।
WELCOME BACK TO TEST CRICKET, RISHABH PANT! 🙌🏻💯#RishabhPant #INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/C4gJuv29Y1
— JioCinema (@JioCinema) September 21, 2024
শুভমান গিল আবার এই নিয়ে চলতি বছরে তৃতীয় শতরান হাঁকিয়ে গেলেন। দুজনের ব্যাটের দাপটে ভারত ২৮৭/৪-এ ইনিংস ডিক্লেয়ার করল।
বাংলাদেশকে চেন্নাইয়ে জিততে হলে চতুর্থ ইনিংসে ৫১৫ রান তুলতে হবে বুমরা-সিরাজদের বিরুদ্ধে। ভারত প্ৰথম ইনিংসে ৩৭৬ তোলার পর বাংলাদেশ দ্বিতীয় দিন মাত্র দেড়খানার ও কম সেশনে অলআউট হয়ে গিয়েছিল ১৪৯-এ। জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে ৮১ রান তোলার ফাঁকেই ৩ উইকেই হারিয়েছিল। রোহিত, কোহলি দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। যশস্বী গতকাল-ই আউট হয়ে যান।