Sourav Ganguly on India vs Bangladesh test series: আইসিসি ২০২৪-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে ওঠার লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এবছর মার্চের পর থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ খেলেনি। আর, সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত কীরকম খেলে, সেটা দেখার জন্য দর্শকরা এখন উৎসুক হয়ে আছেন।
সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুটি ম্যাচে হারিয়েছে। তার ফলে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ওই সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কায় গিয়ে একদিনের সিরিজ হেরে এসেছে ভারত। তারপরও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের বিশেষ কোনও আশা নেই।
এই ব্যাপারে সৌরভ বলেছেন, 'পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো চাট্টিখানি কথা না। সেজন্য বাংলাদেশকে অভিনন্দন। কিন্তু, ভারতের সঙ্গে খেলার ব্যাপারটা অন্যরকম। ভারতীয় দল সম্পূর্ণ আলাদা। ভারত দেশে এবং বিদেশে, দুই জায়গাতেই ভালো খেলছে। আর, ভারতের ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। আর, সেই কারণেই আমার মনে হয় না যে বাংলাদেশ এখানে জিততে পারবে বলে। আমার মনে হচ্ছে, ভারতই সিরিজ জিতবে। তবে হ্যাঁ, বাংলাদেশ বেশ ভালো খেলতে পারে। টক্কর দেওয়ার চেষ্টা করতে পারে। কারণ, পাকিস্তানকে হারিয়ে এসে বাংলাদেশ দল এখন রীতিমতো আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে।'
আরও পড়ুন- KKR সুপারস্টার, বাংলার তারকা কেন বাদ বাংলাদেশের বিরুদ্ধে! ভারতের স্কোয়াড ঘোষণা হতেই বড় রহস্য ফাঁস
পাকিস্তানের ক্রিকেট প্রসঙ্গেও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেছেন, 'পাকিস্তান ক্রিকেটে বর্তমানে প্রতিভার প্রচণ্ড অভাব আছে। পাকিস্তান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস, সঈদ আনোয়ার, মহম্মদ ইউসুফরা। কিন্তু, তেমন প্রতিভা বর্তমান পাকিস্তান দলে নেই। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই ব্যাপারে নজর দেওয়া উচিত।'
পাকিস্তান শন মাসুদের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু, সিরিজে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। এই পরাজয়ের পরে পাকিস্তান ক্রিকেট কড়া সমালোচনার মুখেও পড়েছে। তবে, সেসব নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। বরং, টিম ইন্ডিয়ার এখন লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ। টিম ইন্ডিয়া ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডের ঘোষণাও করে দিয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর, দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। চলবে ১ অক্টোবর পর্যন্ত।