Advertisment

Team India Squad Against Bangladesh: KKR সুপারস্টার, বাংলার তারকা কেন বাদ বাংলাদেশের বিরুদ্ধে! ভারতের স্কোয়াড ঘোষণা হতেই বড় রহস্য ফাঁস

India's Squad for 1st Test vs BAN: টিম ইন্ডিয়া স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার, মহম্মদ শামির। বাকিরা সকলেই রয়েছেন। হেভিওয়েট দল গড়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, ভারতীয় ক্রিকেট দল, টিম ইন্ডিয়া

টেস্টে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (টুইটার)

India's Squad for 1st Test vs BAN: রবিবার বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ দলের স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। দুর্ঘটনার কবলে পড়ার পর পন্থ এই প্ৰথমবার ২১ মাস পরে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলতে নামবেন। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে অংশ নিতে পারেননি। টি২০ বিশ্বকাপের পর বাইশ গজ থেকে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা। তিনিও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ সিরিজের মাধ্যমে।

Advertisment

১৯ সেপ্টেম্বর প্ৰথম টেস্ট শুরু হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্কে। নতুন মুখ হিসাবে নির্বাচকরা অন্তর্ভুক্ত করেছেন ইয়াশ দয়ালকে। তবে জায়গা হয়নি কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং মহম্মদ শামির। জেনে নেওয়া যাক, কেন!

কেন বাদ পড়লেন শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ারের বাদ পড়া মোটেও আশ্চর্যের নয়। ওয়ানডে ফরম্যাটে শ্রেয়স ভালো ফর্মে রয়েছেন। এমনকি দলীপ ট্রফিতে হাফসেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে বাংলাদেশ সিরিজের আগে বার্তাও দিয়েছিলেন। তবে টেস্টে শ্রেয়সের ধারাবাহিকতার অভাব রয়েছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজেও খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়তে হয়েছিল তাঁকে। সেই সময় যদিও ইনজুরির কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশকে ভয় ধরিয়ে দেওয়ার মত স্কোয়াড ঘোষণা! কেন টাইগারদের চমকানোর পথে হাঁটল ভারত, জানুন

মিডল অর্ডারে চরম প্রতিদ্বন্দ্বিতা

ইংল্যান্ড সিরিজের মাঝপথে হঠাৎ বাদ পড়ার পর শ্রেয়স ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে রঞ্জিতে খেলেননি। ইনজুরির অজুহাতে না খেলার পরেই শ্রেয়সকে শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপরে রঞ্জিতে খেললেও প্রভাব ফেলার মত পারফরম্যান্স করতে পারেননি। এমনকি বুচিবাবু টুর্নামেন্ট, এবং দলীপ ট্রফিতেও সাড়া জাগানো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।

বর্তমানে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সরফরাজ খান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই প্রভাব ফেলার মত পারফর্ম করেছেন। এমনকি ছন্দে রয়েছেন কেএল রাহুল-ও। এমন অবস্থায় শ্রেয়সকে বাইরে রাখা ছাড়া অপশন ছিল না নির্বাচকদের।

আরও পড়ুন- বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা

কেন বাইরে মহম্মদ শামি?

প্রধান নির্বাচক অজিত আগারকার এর আগে মহম্মদ শামির সম্ভাব্য প্রত্যাবর্তন মঞ্চ হিসাবে বেছে নিয়েছিলেন বাংলাদেশ সিরিজকে। তবে শামি এখনও রিকভারি সেশনে ব্যস্ত। তাই বাংলাদেশ সিরিজে তাঁর কথা ভাবা হয়নি। জাতীয় দলে ফেরার আগে শামি ঘরোয়া ক্রিকেটে অংশ নেবেন বাংলার হয়ে।

অক্টোবরের ১১ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। সেখানে খেলতে দেখা যাবে তাঁকে। বাংলার সম্ভাব্য স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। এমনকি বলা হচ্ছে, বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও প্ৰথম টেস্টে হয়ত খেলবেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে শামিকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপে।

Mohammed Shami Indian Cricket Team Indian Team India Cricket Team Team India Shreyas Iyer
Advertisment