Advertisment

IND vs BAN Test: বাংলাদেশের বিপক্ষে হেভিওয়েট দল ঘোষণা! IPL-এ টানা ৫ ছক্কা হজম করা পেসার এবার টিম ইন্ডিয়ায়

India Squad for Bangladesh Test: ভারত এবং বাংলাদেশ দুটো টেস্টের পাশাপাশি তিনটে টি২০ ম্যাচে অংশ নেবে। আসন্ন সিরিজের জন্যই বিসিসিআই দল ঘোষণা করল রবিবার রাতে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ind, Ban, ভারত, বাংলাদেশ,

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের স্কোয়াড ঘোষণা করল টিম ইন্ডিয়া (টুইটার)

India Squad for Bangladesh Test: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া। প্রথমবারের মত ডাক পেলেন ইয়াশ দয়াল। রোহিত শর্মার নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে।

Advertisment

১৯ তারিখে প্ৰথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টের আসর বসছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। তারপর দুই দল তিনটে টি২০ ম্যাচ খেলবে। উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ প্রত্যাবর্তন ঘটালেন টেস্টে জাতীয় দলের হয়ে। গত হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্রেক নেওয়ার পর কোহলিই লম্বা ফরম্যাটে ফিরলেন।

নির্বাচক প্রধান অজিত আগারকার জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে প্ৰথম টেস্টেই প্রত্যাবর্তন পাখির চোখ করছেন মহম্মদ শামি। তবে শামিকে টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ভারতে আসছে বাংলাদেশ। অন্যদিকে, ভারত আবার শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে পর্যুদস্ত হয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে

আরও পড়ুন-বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা

বাংলাদেশ সিরিজ শেষ হলে ভারতে পা রাখবে নিউজিল্যান্ড দল। শেষবার কিউইরা ভারত সফরে এসেছিল ২০২২-এ। অক্টোবর ১৬ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে দুই দল অংশ নেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ করেই ভারত রওনা দেবে অস্ট্রেলিয়ায়। বর্ডার-গাভাসকার সিরিজে দুই দল পাঁচটি টেস্ট খেলবে। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলে গিয়েছিল। আগামী বছরের শুরুতেই ইংল্যান্ড ফের একবার ভারতে আসবে তিনটে ওয়ানডে এবং পাঁচটা টি২০ ম্যাচ খেলার জন্য।

বাংলাদেশ সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, ইয়াশ দয়াল

Bangladesh Cricket Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment