Advertisment

Team India squad for Bangladesh series: শামি-বুমরা নেই, বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে বিশ্বকাপজয়ী ভারতের আগুন পেসারের

India Squad for Bangladesh Test: বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটতে চলেছে ২৫ বছরের অর্শদীপ সিংয়ের। বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India Squad, Bangladesh Test, ভারতীয় দল, বাংলাদেশ টেস্ট,

India Squad-Bangladesh Test: নির্বাচকরা ভারতীয় পেস ব্যাটারির ভবিষ্যতের তারকাদের এখন থেকেই বাজিয়ে নিতে চান। (ছবি- টুইটার)

India Squad for Bangladesh Test: বুমরাহ, শামির অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সি তারকা আরশদীপ সিংয়ের। এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে জসপ্রিত বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। আর, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট নন। আর, সেই কারণেই বাড়ছে আরশদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা।

Advertisment

দীর্ঘ বিরতির পর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফের পা রাখতে চলেছে। এই সিরিজ অন্য একটি কারণেও  গুরুত্বপূর্ণ। তা হল, নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের এটাই প্রথম লাল বলে খেলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন। আরও একটা কারণে বাংলাদেশ সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। তা হল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে পৌঁছনোর জন্য ভারতকে আরও ১০টি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে হবে। সেই টেস্ট ম্যাচের ধারাবাহিকের শুরুটা হবে এই বাংলাদেশ সিরিজ দিয়েই। 

ভারত এর আগের দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। এবার উঠলে, সেটা হবে হ্যাটট্রিক। এমন এক গুরুত্বপূর্ণ সিরিজে দলের দুই সেরা পেস বোলার জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামিকে নানা কারণে স্কোয়াডে রাখতে পারছেন না নির্বাচকরা। আর, সেই কারণেই তরুণ পেস বোলার আরশদীপের কথা ভাবা হচ্ছে। আপাতত জাতীয় দলের হয়ে সাদা বলের ম্যাচে আরশদীপের অভিষেক হয়েছে। সেখানে ভালো পারফরম্যান্সও করেছেন। এবার টেস্ট দলে জায়গা পেলে তাঁর শিরোপায় জুড়বে নতুন পালক।

আরও পড়ুন- জাতীয় দল ছাড়ার পর চাকরি পাকা দ্রাবিড়ের, তারকা খচিত টিমের গুরু হচ্ছেন মহাতারকা

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আরশদীপ ছাড়াও মহম্মদ সিরাজ ও মুকেশ কুমার ভারতীয় দলের পেস আক্রমণে থাকবেন। আরশদীপকে তৃতীয় পেসারের জায়গা পেতে আকাশদীপের সঙ্গে টক্কর দিতে হবে। আরশদীপ টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য ছটফট করছেন। প্রতিবেদনটিতে এমনটা জানিয়ে বলা হয়েছে, ঋষভ পন্থ ৬৩৪ দিন পর বাংলাদেশ সিরিজেই টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন। তবে, কেএল রাহুল বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দলে নির্বাচিত না-ও হতে পারেন।     

সেই হিসেবে বাংলাদেশ বনাম ভারতীয় দলের টেস্ট সিরিজের সম্ভাব্য স্কোয়াড হতে চলেছে অনেকটা এরকম: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, দেবদত্ত পাডিক্কল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আরশদীপ সিং।

Test cricket Mohammad Shami Jasprit Bumrah Bangladesh Cricket Team
Advertisment