IND vs BAN, 3rd T20I, Playing 11 Prediction: একের পর এক বদল টিম ইন্ডিয়ায়! বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে আরও 'দুর্বল' ১১ ভারতের

India vs Bangladesh, 3rd T20I, Playing 11 Prediction: তৃতীয় টি২০-তে পরপর বদল ঘটিয়ে দল নামাচ্ছে ভারত, ভারতের 'ডি' দলের সামনেও কি হারবে বাংলাদেশ

India vs Bangladesh, 3rd T20I, Playing 11 Prediction: তৃতীয় টি২০-তে পরপর বদল ঘটিয়ে দল নামাচ্ছে ভারত, ভারতের 'ডি' দলের সামনেও কি হারবে বাংলাদেশ

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
INDIA, BANGLADESH, ভারত, বাংলাদেশ,

INDIA-BANGLADESH: দ্বিতীয় টি২০ ম্যাচে দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতকের পথে নীতীশ কুমার রেড্ডি। (ছবি- টুইটার)

India vs Bangladesh, 3rd T20I, Team India Probable Playing 11: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ পকেটস্থ করার পর এবার তৃতীয় টি২০-র পথে এগোচ্ছে ভারত। সিরিজ ৬ অক্টোবর শুরু হয়েছিল। তৃতীয় ম্যাচ হবে হায়দরাবাদে, শনিবার, ১২ অক্টোবর। এই সিরিজ ৩-০ করতে ভারতীয় দল প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে তৃতীয় ম্যাচে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে মায়াঙ্ক যাদব এবং নীতীশ কুমার রেড্ডিকে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলে নীতীশ ইতিমধ্যেই ভারতের নতুন তারকা হয়ে উঠেছেন। আর, মায়াঙ্কও ভাল লাইন-লেংথ রেখে বল করে দুটি ম্যাচেই উইকেট পেয়েছেন। এই পরিস্থিতিতে তৃতীয় এবং শেষ টি২০-তে আরও আঁটোসাঁটো টিম নামাতে চাইছেন গম্ভীর-যাদবরা।

Advertisment

প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথম একাদশে দুটি বড় পরিবর্তন হতে পারে। মায়াঙ্ক যাদব ও নীতীশ রেড্ডি ইতিমধ্যেই এই সিরিজে নাম কিনেছেন। এবার হর্ষিত রানারও ভারতীয় দলে অভিষেক হতে পারে। গত মরশুম হর্ষিতের জন্য খুব ভালো কেটেছে। কেকেআরের হয়ে তিনি ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ দলে জায়গা পেলেও তাঁর অভিষেক হয়নি। হর্ষিত এবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে সুযোগ পেলে মূল বোলারদের কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

তিলক ভার্মা টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১৬ টি২০ খেলেছেন। করেছেন, ৩৩৬ রান। তাঁর গড় রান ৩৩.৬। এপর্যন্ত ২টি হাফ সেঞ্চুরিও করেছেন তিলক। তবে, ওয়ানডেতে ভালো পারফর্ম করতে পারেননি। তবে টি২০-তে তিলক অনেক রান করেছেন। তিনি সুযোগ পেলে মিডল অর্ডারের কাউকে বসতে হতে পারে।

আরও পড়ুন- আম্বানির বিয়েতে গোটা প্যারাগ্রাফ, টাটার মৃত্যুতে মুখে শব্দ নেই! বেনজির অভিযোগে চুরমার এবার ধোনিও

Advertisment

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা।

Bangladesh Cricket Team Indian Cricket Team Gautam Gambhir T20