IND vs BAN: এক মাসের ছুটি কাটিয়ে টিম ইন্ডিয়া ফের ক্রিকেটে ফিরল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার তারকারা একত্রিত হল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। ১৯ তারিখে প্ৰথম টেস্টের বল গড়াচ্ছে।
তার আগে রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র তারকারা তো বটেই স্কোয়াডের সকল সদস্যরাই যোগ দিলেন। দক্ষিণ আফ্রিকান বোলিং কোচ মর্নি মর্কেল এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ারও যোগ দিলেন। এই প্ৰথমবার পুরো কোচিং স্টাফ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোকাবিলা করতে নামবে টিম ইন্ডিয়া।
রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর জিম্বাবোয়ে সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। সঙ্গে ছিলেন এনসিএ-র সাপোর্ট স্টাফরা। শ্রীলঙ্কা সফরে গম্ভীর হেড কোচ হিসেবে যোগ দিলেও পুরো সাপোর্ট স্টাফের সাহায্য পাননি। এবার বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য সকলেই যোগ দিলেন প্ৰথমবার। এই প্ৰথমবার গম্ভীর এবং তাঁর নতুন সাপোর্ট স্টাফ আন্তর্জাতিক টেস্ট সিরিজে অভিষেক ঘটাতে চলেছে।
আরও পড়ুন: সিঙাড়ার চেয়েও কম দামে মিলেছিল পাক-বাংলা টেস্টের টিকিট! ভারত-বাংলাদেশ টিকিটের দাম আগুন লাগাল
বোর্ডের তরফে শুক্রবার সকালেই ছবি শেয়ার করে লেখা হয়, "উত্তেজক হোম সিজনের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। কাউন্টডাউন চালু।" ছবিতে দেখা যাচ্ছে গোটা স্কোয়াড গৌতম গম্ভীর, সাপোর্ট স্টাফ এবং অধিনায়ক রোহিতের বক্তব্য একাগ্রচিত্তে শুনছে। রোহিত বৃহস্পতিবার চেন্নাইয়ে চলে এসেছিলেন। একদিন আগেই সংবাদসংস্থার ভিডিওয় দেখা গিয়েছিল হলুদ জার্সি পরে এয়ারপোর্টের টারম্যাক থেকে বেরোচ্ছেন।
The countdown starts as #TeamIndia begin their preps for an exciting home season.#INDvBAN pic.twitter.com/VlIvau5AfD
— BCCI (@BCCI) September 13, 2024
কোহলি আবার সরাসরি লন্ডন থেকে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন একদম সকালের ফ্লাইটে। তার আগে বৃহস্পতিবার যোগ দিয়েছেন জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, কেএল রাহুলরা।
বাংলাদেশ সিরিজের পর ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলে নভেম্বরের মাঝামাঝি বর্ডার গাভাসকার সিরিজ খেলতে উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টেই জিতলে, অজিদের বিপক্ষে সিরিজ ড্র করলেই টিম ইন্ডিয়া আরও একবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
বর্তমানে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট অর্জন করে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া সংগৃহীত পয়েন্ট ৬২.৫০ শতাংশ। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে পাক-মুলুকে হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের চার নম্বরে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
Read the full article in ENGLISH