Advertisment

India Predicted Playing XI Against Bangladesh: বড় বদল ভারতের ১১-য়! ভালো খেলেও বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে বাদ এই তারকা, চমক শুরুর একাদশে

Team India's Likely XI For 2nd Test vs India: বড়সড় বদল ঘটিয়ে কানপুরে হোয়াইটওয়াশ করতে নামছে টিম ইন্ডিয়া। ভালো খেলা তারকাকে ভারত বসাতে চলেছে কম্বিনেশনের জন্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Bangladesh, Test Cricket Team, ভারত, বাংলাদেশ, টেস্ট ক্রিকেট টিম,

India-Bangladesh: কানপুরের ম্যাচটাই বাংলাদেশ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। (ছবি- টুইটার)

Team India Predicted Playing XI For 2nd Test Against Bangladesh: কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তার সঙ্গেই তুঙ্গে উঠেছে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে জল্পনাও। রবিবার প্রথম টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্ট-এ স্কোয়াড অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। কিন্তু, প্রশ্ন উঠেছে, স্কোয়াড তো অপরিবর্তিত থাকল। প্রথম ম্যাচের একাদশও দ্বিতীয় টেস্ট-এ টিম ইন্ডিয়া কি অপরিবর্তিত রাখবে?   

Advertisment

চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশকে ২৮০ রানে পরাজিত করেছে। প্রথম সারির একাধিক ব্যাটার ব্যর্থ হওয়া সত্ত্বেও মিডল অর্ডার দুর্দান্ত খেলে টিম ইন্ডিয়াকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে চেন্নাইয়ে। তার সঙ্গে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স তো আছেই। এই পরিস্থিতিকে সঙ্গী করেই রোহিত বাহিনী কানপুরের দ্বিতীয় টেস্ট-এর প্রস্তুতি নিচ্ছে। ২৭ সেপ্টেম্বর ম্যাচ শুরু হবে গ্রিন পার্ক স্টেডিয়ামে।

ভারত ২০১২ থেকে হোম সিরিজে টেস্ট-এ হারেনি। কানপুরের গ্রিন পার্কে তো কোনওদিনই টেস্ট ম্যাচ হারেইনি। ফলে, পরিসংখ্যান বিচার করে দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভারতের জয়ের সম্ভাবনা দেখছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের উইকেট চেন্নাইয়ের থেকে অনেকটাই আলাদা। কালো মাটির এই পিচ একটু ঢালু ধরনের আর ধীরগতির। ফলে সিমারদের চেয়েও স্পিনাররা বেশি সাহায্য পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- ১২ বছর পর এই টুর্নামেন্টে খেলবেন কোহলি! জল্পনা বাড়িয়ে বিরাট ঘোষণা সেরার সেরা টুর্নামেন্ট শুরুর আগেই

সেকথা মাথায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট একজন সিমার কমিয়ে স্পিনার প্রথম একাদশে ঢোকাতে পারে। দলের দুই বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল রিজার্ভে সুযোগের অপেক্ষাতেই আছেন। ফলে, সেক্ষেত্রে দলে অদলবদল ঘটাতে টিম ইন্ডিয়ার কোনও সমস্যা হবে না। এই দুই স্পিনারের মধ্যে কুলদীপ শেষ টেস্ট খেলেছিলেন এবছরের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায়। তবে কুলদীপ দলে ঢুকলে আকাশ দীপ বা সিরাজের মধ্যে কাউকে বসতে হতে পারে।

কানপুরে টেস্ট-এ ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরা, আকাশ দীপ/মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

Team India Test cricket India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment