Virat Kohli and Rishabh Pant in Delhi's Ranji Trophy Probables List: দেশের সব খেলোয়াড়কেই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পরামর্শ দিয়েছে বিসিসিআই। সেই পরামর্শের পালে জোরালো হাওয়া দিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। এবার দেখা গেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই পরামর্শকে শিরোধার্য করে তারকা ব্যাটার বিরাট কোহলি বহু বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে চলেছেন। ২০২৪-২৫ রঞ্জি ট্রফির সম্ভাব্য টিমে কোহলির নাম এবার রেখেছে দিল্লি। দিল্লির এই দলে জায়গা পাননি বর্ষীয়ান পেসার ইশান্ত শর্মা। তবে, তালিকায় নাম আছে মায়াঙ্ক যাদব ও টিম ইন্ডিয়ার অপর তারকা পেসার হর্ষিত রানার।
কোহলির পাশাপাশি জাতীয় দলের অপর তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থেরও নাম আছে দিল্লির রঞ্জি ট্রফির সম্ভাব্য টিমে। তবে, কোহলি এবং পন্থ- দু'জনেই ভারতীয় দলের অন্যতম স্তম্ভ। আর, সামনে একের পর এক টেস্ট ম্যাচ। সেই কারণে দলে রাখলেও কোহলি এবং পন্থকে সব ম্যাচে না-ও পেতে পারে দিল্লি। কোহলি শেষবার দিল্লির হয়ে রঞ্জি খেলেছিলেন ২০১২ সালে। সেই ম্যাচ ছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে।
আর, পন্থ শেষবার দিল্লির হয়ে রঞ্জি খেলেছিলেন কোভিড পর্বের আগে। নাম প্রকাশ না করার শর্তে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'খেলোয়াড়রা খেলতে রাজি হলে আমরা সম্ভাব্য দলে রাখি। এটা একটা প্রোটোকল। সেই কারণেই কোহলি এবং পন্থের নাম তালিকায় রাখা হয়েছে।'
ইশান্ত শর্মাকে দলে রাখা হয়নি, কারণ তিনি প্রায় অবসরের পর্যায়ে পৌঁছে গিয়েছেন। ৩৫ বছরের ইশান্ত ইতিমধ্যে কোচিং করাও শুরু করে দিয়েছেন। ইশান্ত এর আগে দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী ম্যাচেও খেলেননি। আইপিএল নিলামের আগে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে তাঁকে পাওয়া যায় কি না, সেটা এখন দেখছেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। ইশান্ত সমস্তরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করতে পারেন। সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি দিল্লি ক্রিকেটের কর্তারা। তবে, রঞ্জির সম্ভাব্য দলে তাঁরা জায়গা দেননি সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনকে।
আরও পড়ুন- রিঙ্কু-শ্রেয়সেই আস্থা, তবু নিলামের আগেই KKR-এ ছাঁটাই পরপর নাইট! ভাঙা হচ্ছে গোটা স্কোয়াড-ই
তবে, দিল্লির কর্তাদের আশা যে তাঁরা মায়াঙ্ককে দলে পেলেও পেতে পারেন। মায়াঙ্ক পাঁচ মাস ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএতে) রয়েছেন। তাঁর চোট ছিল। এখন অ্যাকাডেমিতে প্রতিদিন গড়ে ১৫ ওভার বল করছেন বলে দিল্লির কর্তারা জানতে পেরেছেন। তাঁরা মনে করছেন, মায়াঙ্কও চাইবেন দিল্লির হয়ে খেলে নিজেকে প্রমাণ করতে। কারণ, অস্ট্রেলিয়ার জন্য জাতীয় এ দল তৈরি হবে। সেই দলে ডাক পাওয়ার জন্যই মায়াঙ্ক নিজেকে কোনও ঘরোয়া প্রতিযোগিতায় প্রমাণ করতে চাইবেন। আর, সেই সুযোগই তিনি পেয়ে যাবেন রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলে।
READ THE FULL ARTICLE IN ENGLISH