New Update
/indian-express-bangla/media/media_files/Gz5bjz1qN8LkBJnIyWwt.jpg)
Team India vs Bangladesh Cricket: চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম টেস্ট। (ছবি- টুইটার)
India's probable playing for 1st Test vs BAN: রবিবারই স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ কেমনভাবে সাজাবে টিম ইন্ডিয়া, জানুন।
Team India vs Bangladesh Cricket: চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম টেস্ট। (ছবি- টুইটার)
India's predicted playing 11 for 1st Test vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে, কোন তারকাকে বাদ দিয়ে কোন তারকাকে দলে রাখা হবে, তা বাছতে গিয়েই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে কেএল রাহুল এবং ঋষভ পন্থ দলে থাকছেন। ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। তারপরই বাছা হচ্ছে প্রথম একাদশে কারা থাকবেন, সেটা।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছে প্রথম একাদশে সরফরাজ, যশ, আকাশদীপের মত খেলোয়াড়রা এখনও অনিশ্চিত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ হবে চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর। ম্যাচ চলবে পাঁচ দিন ধরে, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রেয়স আইয়ারকে তো স্কোয়াডেই রাখা হয়নি। ঋষভ পন্থই দলের উইকেটরক্ষক ব্যাটারের দায়িত্ব সামলাবেন। ২১ মাস বাদে তিনি টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন। কেএল রাহুলও দলে ফিরেছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেএল রাহুল না সরফরাজ খান, কে প্রথম একাদশে থাকবেন, তা নিয়ে চলছে জোর টক্কর। ওপেনিং করতে পারেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নামবেন শুভমান গিল। চার নম্বরে নামতে পারেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে কেএল রাহুল বা সরফরাজ খানের মধ্যে একজন নামবেন। তবে, অভিজ্ঞতার ভিত্তিতে কেএল রাহুলই প্রথম একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে এগিয়ে আছেন।
আরও পড়ুন- বাংলাদেশকে হালকাভাবে নিলেই ভুগবে ভারত! ৪ কারণে টিম ইন্ডিয়া ধসে যেতে পারে টাইগারদের বিপক্ষে
দলের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম একাদশে কে থাকবেন, ঋষভ পন্থ নাকি ধ্রুব জুরেল, তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে, প্রাথমিকভাবে এগিয়ে পন্থ। দলীপ ট্রফিতেও পন্থের খেলা নির্বাচকদের নজর কেড়েছে। আবার ধ্রুব জুরেলও দলীপ ট্রফিতে বেশ ভালো উইকেটকিপিং করেছেন। চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকের কথা মাথায় রেখে তিন স্পিনার থাকতে পারেন প্রথম একাদশে। তার মধ্যে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের জায়গা প্রায় পাকা বললেই চলে। তিন নম্বর স্পিনার হিসেবে দলে কে থাকবেন, তা ঠিক করতে এখন অশ্বিন আর জাদেজার মধ্যে চলছে জোরদার লড়াই। দু'জনের মধ্যে একজন প্রথম একাদশে থাকতে পারেন।
যশ ও আকাশদীপকে অপেক্ষা করতে হবে
পেসারদের মধ্যে মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, আকাশদীপ, যশদয়ালকে প্রথম টেস্ট ম্যাচে রাখা হয়েছে। তার মধ্যে প্রথম একাদশে জায়গা পেতে পারেন সিরাজ আর বুমরাহ। যার অর্থ, রিজার্ভে থাকতে পারেন যশদয়াল এবং আকাশদীপ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা/রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।