India vs Bangladesh test series: বাংলাদেশের বিরুদ্ধে এগিয়ে থাকলেও, এখনও পর্যন্ত অপরাজিত থাকলেও টাইগারদের হালকা করে নিতে নারাজ টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১৯ সেপ্টেম্বর ঘরের মাঠ চেন্নাইয়ের টেস্ট দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযানে নামবে। ছয় মাস আগে মার্চে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছিল টিম ইন্ডিয়া। তারপর আইপিএল গিয়েছে। টি-২০ বিশ্বকাপ গিয়েছে। শ্রীলঙ্কা সফর পার হয়েছে। সবকটাই সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্ট এবং সিরিজ। তারপর ফের টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছে রোহিত ব্রিগেড।
ইতিমধ্যে ভারতীয় দলের অনেকটাই বদলে গিয়েছে। রাহুল দ্রাবিড়ের বদলে শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্বভার নিয়েছেন গৌতম গম্ভীর। আর, বাংলাদেশও তাদের আগের পরাজয়গুলোর অধ্যায় শেষ করে অতি সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে। আর, সেই সব কথা মাথায় রেখেই নাজমুল হোসেন শান্তর বাহিনীকে হালকা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কা সফরের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সেই বিরতিই ভাঙবে ১৯ সেপ্টেম্বরের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে। চেন্নাই এবং কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তারপর তিনটি টি-২০ ম্যাচও খেলবে বাংলাদেশের বিরুদ্ধেই ঘরের মাঠে। তবে, টি-২০ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আপাতত টেস্ট সিরিজ নিয়েই ভাবছে টিম ইন্ডিয়া। কারণ, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর পাকিস্তানের মাটিতে গিয়ে দুর্দান্ত খেলেছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। পাকিস্তানে বাংলাদেশ ব্যাটিং থেকে বোলিং, সবেতেই পাকিস্তানের সেরা মানের খেলোয়াড়দের টেক্কা দিয়েছে।
ভারতীয় দল এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচেই হারেনি। এর আগে মাস ছয়েক পূর্বে বিরাট কোহলি এবং কেএ রাহুলের মত তারকাদের অনুপস্থিতিতেই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজ ভারতই জিতেছিল। ভারতীয় খেলোয়াড়রা ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ খেলেছিলেন। কিন্তু, ইংল্যান্ড উপমহাদেশের পিচের সঙ্গে অনভ্যস্ত। বাংলাদেশ বরং ইংল্যান্ডের তুলনায় অনেক অভ্যস্ত। তাই ছয় মাস আগের টেস্ট প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়েও বাংলাদেশকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।
আরও পড়ুন- সর্বকালের সেরা হওয়ার পথে টিম ইন্ডিয়ার এই তারকা! বড় ভবিষ্যৎবাণীতে মুখ খুললেন মহারাজ
ভারত এবং বাংলাদেশের মধ্যে শেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালের শেষদিকে। সেই সিরিজ ভারতীয় দল ২-০ ব্যবধানে জিতেছিল। কিন্তু, জিতলেও দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে রীতিমতো কড়া টক্কর দিয়েছিল বাংলাদেশ। তার আগের টেস্ট ম্যাচ অবশ্য ভারতীয় দল অনায়াসে জিতে গিয়েছিল। সেবার প্রথম টেস্ট ম্যাচে ভারত বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় টেস্ট ভারতীয় দল ৩ উইকেটে জিতেছিল। ১৪৫ রান তুলতেই টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়েছিল। শুভমান গিল, কেএ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থের মত ক্রিকেটাররা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ভারতের ৭ উইকেট বাংলাদেশের স্পিনাররাই নিয়ে নিয়েছিলেন। এবারের বাংলাদেশ দল আবার স্পিনের পাশাপাশি পেস বোলিংয়েও রীতিমতো শক্তিশালী। ফলে, আসন্ন সিরিজে শান্তদের যথেষ্ট সমঝে চলতে চায় রোহিতের দল।