Advertisment

Sourav Ganguly-Rishabh Pant: সর্বকালের সেরা হওয়ার পথে টিম ইন্ডিয়ার এই তারকা! বড় ভবিষ্যৎবাণীতে মুখ খুললেন মহারাজ

Sourav Ganguly on Rishabh Pant: রোহিত-কোহলি নন, সৌরভের চোখে ভারতের সর্বকালের সেরাদের মধ্যে থাকবেন এই তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Team India, সৌরভ গাঙ্গুলি, টিম ইন্ডিয়া,

Sourav Ganguly-Team India: বামদিকে সৌরভ গাঙ্গুলি ও ডানদিকে টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

Sourav Ganguly on Rishabh Pant: ঋষভ পন্থকে 'ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন' বলে অভিহিত করলেন সৌরভ গাঙ্গুলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ একইসঙ্গে অবশ্য মনে করেন যে সৌরভের 'আরও উন্নতি করা0 দরকার...।' এবছর টি-২০ বিশ্বকাপে সাদা বলের ফরম্যাটে ফিরে আসা পন্থ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর প্রায় দুই বছর বাদে প্রথম টেস্ট খেলবেন। দুর্ঘটনার জেরে গোটা ২০২৩ সাল তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।

Advertisment

পন্থের ব্যাপারে সৌরভের এই প্রশংসার মধ্যেই ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে  বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারতীয় দল। সেই টেস্ট ম্যাচেই টেস্ট দলে ফিরছেন ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার পন্থ। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বাস করেন যে ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা হয়ে উঠতে পারেন। তবে একইসঙ্গে টেস্ট ক্রিকেটের পাশাপাশি সংক্ষিপ্ত ফরম্যাটেও পন্থকে খেলার সংখ্যা বাড়াতে হবে বলেও পরামর্শ দিয়েছেন সৌরভ। উল্লেখ্য, আইপিএলে যে দিল্লি দলের মেন্টর সৌরভ। সেই দলেরই অধিনায়ক ঋষভ পন্থ।

পন্থের ব্যাপারে কলকাতায় গাঙ্গুলি বলেছেন, 'আমি ঋষভ পন্থকে ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন মনে করি। আমি বিস্মিত নই যে ও দলে ফিরে এসেছে এবং ও টেস্টে ভারতের হয়ে খেলতে থাকবে, এমনটাই আমি মনে করি। ও যদি এইভাবে পারফর্ম করতে থাকে, তবে টেস্টে ও সর্বকালের সেরা হবে। আমি বলব, ওকে ছোট ফরম্যাটেও আরও ভালো করতে হবে। ওর যে প্রতিভা আছে, আমি নিশ্চিত সময়ের সঙ্গে ও সেরাদের একজন হয়ে উঠবে।'

আরও পড়ুন- ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ! টাইগারদের কাটা ঘায়ে এবার নুনের ছিঁটে সৌরভের

২০২২ সালের ২২-২৫ ডিসেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলার কয়েকদিন পরে পন্থ ওই বছর ৩০ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনার মুখে পড়েন। তারপর থেকে দীর্ঘদিন ক্রিকেট দুনিয়ার বাইরে ছিলেন। এই বছর আইপিএলের মাধ্যমেই তিনি ক্রিকেটে ফিরেছেন। টি-২০ বিশ্বকাপেও শিরোপাজয়ী ভারতীয় দলে ছিলেন ২৬ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার। 

পন্থকে সম্প্রতি দলীপ ট্রফিতে লাল বলে খেলতে দেখা গিয়েছে। দ্বিতীয় ইনিংসে তিনি ৫০ হাঁকিয়েছেন। ভারত বি ভারত এ-কে ওই ম্যাচে ৭০ রানে পরাজিত করেছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য প্রথম পছন্দের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলীপ ট্রফিতেই নিজের যোগ্যতা ফের প্রমাণ করলেন পন্থ। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

২০২৪-২৫ মরশুমে হোম সিরিজ দিয়েই ভারত তার টেস্ট সফর শুরু করতে চলেছে। দুই টেস্টের সিরিজে দল বাংলাদেশের মুখোমুখি হবে। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্টের জন্য ভারতের ১৬ সদস্যের দল বেছে নিয়েছে নির্বাচক কমিটি। তাতে পন্থ আছেন। কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ভারতের তিনটি টি-২০ ম্যাচ খেলারও কথা আছে।

Rishabh Pant India T20 World Cup Sourav Ganguly
Advertisment