Advertisment

IND vs BAN: ভারত-বাংলাদেশ সিরিজের দায়িত্বে কোহলির সেঞ্চুরি-প্রিয় অপয়া আম্পায়ার! মাঠে নামার আগেই বড় আপডেট

Bangladesh tour to India: টাইগারদের 'চক্রান্ত' রুখে কোহলিকে সেঞ্চুরি করতে দেন বিশ্বকাপে! সেই 'অপয়া' আম্পায়ার রিচার্ড কেটেলবরো-ই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দায়িত্বে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, Virat Kohli

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের সেই বিতর্কিত ওয়াইড বল করার প্রচেষ্টা (টুইটার)

India vs Bangladesh test series: চলতি সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকেই ভারত নেমে পড়ছে বাংলাদেশ সিরিজে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে ভারতের কাছে এই হোম সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯ তারিখে চেন্নাইয়ে প্ৰথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে।

Advertisment

২০২২-এর ডিসেম্বরে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল। বাংলাদেশের প্রবল লড়াই সামলে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল সেবার। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এবারেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সাইকেলে দুরন্ত ফর্মে রয়েছে। এখনও পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে তাঁরা।

বাংলাদেশও সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা পাকিস্তানকে তাঁদেরই মাটিতে বাংলাদেশ করে সিরিজ জিতেছে। এবার ভারতের বিপক্ষেও ভালো কিছু করতে মরিয়া বাংলাদেশ।

আরও পড়ুন: কানপুরে পা রাখলেই কড়কে দেওয়া হবে বাংলাদেশ দলকে! মুশফিক-সাকিবদের চরম হুমকি ভারতীয় সংগঠনের

আর ভারত-বাংলাদেশ সিরিজ শুরুর মাত্র ১২ দিন আগে সিরিজের আম্পায়ারের নাম প্রকাশ্যে এল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে রড টাকার এবং রিচার্ড কেটেলবরো হাড্ডাহাড্ডি সিরিজ পরিচালনা করবেন চেন্নাই টেস্টে। কানপুর টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসাবে কেটেলবরোর সঙ্গেই থাকবেন ক্রিস ব্রাউন।

দুই টেস্টেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া রিচার্ড কেটেলবরো ভারতের কাছে কিছুটা অপয়াই। আইসিসি ইভেন্টে একাধিকবার নক আউট পর্বে ভারতের হারের সাক্ষী থেকেছেন তিনি। ২০১৪-য় টি-২০ বিশ্বকাপের ফাইনালে হোক, বা ২০১৫-য় বিশ্বকাপ সেমিফাইনাল হার এবং ২০১৬-য় টি২০ বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার- সব ম্যাচেই কেটেলবরো দায়িত্বে ছিলেন।

ঘটনাচক্রে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তিনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত। সেই ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটিয়েছিলেন তিনি। কোহলি টিম ইন্ডিয়ার হয়ে রান চেজ করতে নেমে সেঞ্চুরির দ্বারে (৯৭) পৌঁছে গিয়েছিলেন। সেই সময় দলের জয়ের জন্য দরকার ছিল ২ রান। নাসুম আহমেদ ওয়াইড বল করলেও তা দেননি কেটেলবরো।

যাইহোক, দলীপ ট্রফিতে প্ৰথম রাউন্ডের ম্যাচ শেষেই বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে পূর্ণ শক্তির দলই নামাবে ভারত। তবে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। শামি থাকছেন না আসন্ন এই টেস্ট সিরিজে। শামি-বুমরার অনুপস্থিতিতে সিরাজ হতে পারেন ফ্রন্টলাইন পেসার।

পাশাপাশি মুকেশ কুমার, আকাশ দীপদের সঙ্গেই স্কোয়াডে রাখা হতে পারে অর্শদীপ সিংকে। লম্বা ফরম্যাটের ক্রিকেটে ঋষভ পন্থের প্রত্যাবর্তন একপ্রকার নিশ্চিত। দলীপে ভালো ছন্দে রয়েছেন তিনি। বাংলাদেশ সিরিজের পর ভারত ঘরের মাটিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তারপর বর্ডার গাভাসকার সিরিজ খেলতে ভারত রওনা দেবে অস্ট্রেলিয়ায়।

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment