Advertisment

IND vs BAN 2nd Test: ক্রিজের মাঝপথে কোহলি, হেঁটে হেঁটে গিয়েও রান আউটে ব্যর্থ বাংলাদেশ! দেখুন ভিডিও

IND vs BAN: জয়ের আশা জাগিয়ে রাখতে ভারত মারমুখী ব্যাটিং করল কানপুরে, চার-ছক্কার ঝড় উঠল টেস্ট ক্রিকেটেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kohli, Bangladesh, কোহলি, বাংলাদেশ,

Kohli-Bangladesh: ভারতের ফিল্ডিং দুর্দান্ত হলেও বাংলাদেশ সেভাবে দাগ কাটতে পারেনি। (ছবি- স্ক্রিনগ্যাব)

IND vs BAN Kanpur test: কানপুর টেস্ট-এ বাংলাদেশের বিরুদ্ধে রান আউট থেকে কোনওমতে রক্ষা পেলেন বিরাট কোহলি। তিনি ক্রিজের মাঝখানে চলে যান। বাংলাদেশের পেসার রান আউট করতে ব্যর্থ হওয়ায় কোহলি শেষ পর্যন্ত বেঁচে যান। ঋষভ পন্থ পরে বিরাট কোহলির কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। যদিও বলটা যদি উইকেটে লাগত এবং কোহলির ডাকে সাড়া দিয়ে ঋষভ রান নিতে যেতেন, তবে তাঁর আউট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু, সেসব না করে ঋষভ মাঝপথেই দাঁড়িয়ে যান। 

Advertisment

ব্যাপারটা ঠিক এরকম হয়েছিল যে তখন ভারতের প্রথম ইনিংসের ১৮তম ওভারের প্রথম বল। কোহলি বলটা ড্রাইভ করতে গেছিলেন। কিন্তু, বলটা ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। এরপর কোহলি রান নেওয়ার চেষ্টা করেন। ঋষভকে ঈশারা করেন। ঋষভ রান নিতে গিয়ে পরিস্থিতি বুঝে ক্রিজের মাঝপথেই দাঁড়িয়ে পড়েন। কোহলিও ততক্ষণে পিচের মাঝপথে চলে এসেছেন। কিন্তু, ঋষভ ওভাবে দাঁড়িয়ে গিয়েছেন দেখে তিনি পিছনে ফিরে স্ট্রাইকার এন্ডে চলে যাওয়ার চেষ্টা চালান।

কিন্তু, ততক্ষণে বাংলাদেশের পেসার খালেলের হাতে বল চলে গিয়েছে। তিনি ফলো-থ্রুতে আন্ডারআর্ম থ্রো করতে যান। কিন্তু, খালেলের ছোড়া বল উইকেটে লাগেনি। এত সহজ রান আউট খালেল মিস করায় বাংলাদেশের খেলোয়াড়রাও অবাক হয়ে যান। আর, কোহলি এরপর দ্রুত স্ট্রাইকার এন্ডে গিয়ে নিজের উইকেট বাঁচান। সেই সময় ভারতীয় ড্রেসিংরুমের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। উইকেট চলে যাচ্ছে দেখে চরম উত্তেজনায় অধিনায়ক রোহিত শর্মা নিজের মাথায় হাত দিয়ে বসেন। কোহলি শেষ পর্যন্ত ৪৭ রান করেন। পন্থ অবশ্য ৯ রানেই বিদায় নেন।

আরও পড়ুন- হার্দিকের নেতৃত্বে আর খেলবেন না! মুম্বইকে বিপদে ফেলে বিরাট সিদ্ধান্তের পথে রোহিত

এর আগে মুমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তোলে ২৩৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৫০ রানে তিন উইকেট নেন। মহম্মদ সিরাজ ৫৭ রানে ২ উইকেট নিয়েছেন। আর, আকাশ দীপ ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট।

Virat Kohli Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment