IPL, Mumbai Indians,Rohit Sharma: আসন্ন আইপিএল মেগা নিলামেই সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সেই রোহিতকে সরিয়েই এবছর আইপিএলে মুম্বই ক্যাপ্টেন করেছিল হার্দিক পান্ডিয়াকে। সেনিয়ে কম জলঘোলা হয়নি। আর, তারপর থেকেই রোহিত শর্মার মুম্বই ছাড়ার জল্পনা জোরদার হচ্ছিল। এরপর ২০২৫ আইপিএলের নিলামের সময় যতই এগিয়ে আসছে, ততই আরও জোরদার হচ্ছে রোহিতের মুম্বই ছাড়ার জল্পনা। শোনা যাচ্ছে, তিনি নাকি নতুন আইপিএল দলে আগামী বছর যোগ দিতে চলেছেন।
HARDIK PANDYA CAPTAIN OF MI
— Sports Yaari (@YaariSports) September 29, 2024
ROHIT SHARMA WILL JOIN LSG ? 😱@SushantNMehta#RohitSharma𓃵 #ViratKohli𓃵 #HardikPandya #MumbaiIndians #LSG pic.twitter.com/Xpgf410DkU
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বহু বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের অন্যতম। তার নেতৃত্বে, মুম্বই পাঁচটি আইপিএল জিতেছে। যা মুম্বইকে লিগের অন্যতম শক্তিশালী দলের তকমা দিয়েছে। কিন্তু, সেই মুম্বই ২০২৪ সালের আইপিএলে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে গুজরাট টাইটানস থেকে নিয়ে আসে। হার্দিক একসময় মুম্বইয়ে ছিলেন। রোহিতের অধিনায়কত্বে খেলেছেন। পরে তিনি দুই বছরের জন্য গুজরাট টাইটানসে যান। গুজরাটের অধিনায়কত্ব করে প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেন। দ্বিতীয়বার তোলেন ফাইনালে। কিন্তু, তাঁর সাফল্য অধিনায়ক রোহিত শর্মার মত নয়।
আরও পড়ুন- কোহলিকে 'চরম অপমান' ক্যাপ্টেন রোহিতের! ব্যাটিং অর্ডারে বিরাট রদবদলে ব্যাপক বিতর্ক, ফুঁসলেন সানিও
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে রোহিত ২০২৫ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে পারেন। আবার, শোনা যাচ্ছে যে তিনি চেন্নাই সুপার কিংসেও যোগ দিতে পারেন। তবে, এব্যাপারে কোনও নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। ৩৭ বছরের রোহিতের নেতৃত্বে ভারত ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর রোহিত ও কোহলি আন্তর্জাতিক টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে, এখনও ভারতীয় ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক রোহিতই রয়েছেন। আর, সূর্যকুমার যাদবকে ভারতের টি২০ দলের অধিনায়ক করা হয়েছে।