Advertisment

Virat Kohli: বাংলাদেশকে ব্যঙ্গ করে মাঠেই কোহলির নাগিন-কীর্তি! লজ্জায় মুখ লুকোল টাইগাররা, দেখুন চরম ভিডিও

India vs Bangladesh 1st Test: নাগিন-অস্ত্রে বাংলাদেশ চরম খিল্লি বিরাট কোহলির, মাঠেই অপমানের পর অপমানের শিকার টাইগার শিবির, দেখুন মারাত্মক ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli naagin gesture, India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

Virat Kohli: মাঠে নাগিন-কাণ্ড কোহলির (টুইটার এবং বিসিসিআই)

Virat Kohli naagin dance in IND vs BAN: ভারতের কাছে শোচনীয় হার হজম করেছে বাংলাদেশ। পাকিস্তান আর ভারতের মধ্যে যে শক্তি-সামর্থ্যের ফারাক আকাশ-পাতাল তা বুঝে গিয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ে কার্যত লাঞ্ছিত হয়েছে টাইগার বাহিনী।

Advertisment

আর পরাজয়ের মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এবার আরও অপমান বয়ে আনলেন স্বয়ং বিরাট কোহলি। নাগিন ভঙ্গিতে কাটা ঘায়ে নুনের ছিঁটে দিয়ে দিলেন মহাতারকা। এমনিতে বহু দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন মোটেই সুখের হয়নি কোহলির। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ১৬ রান। কোহলি অফফর্মে থাকলেও ভারতের জয় আটকায়নি।

ব্যাট হাতে নিষ্প্রভ থাকলেও কোহলি দর্শকদের বিনোদনে খামতি রাখলেন না। বাংলাদেশ যখন পরপর উইকেট হারিয়ে লজ্জার হারের সামনে দাঁড়িয়ে সেই সময় কোহলিকে দেখা যায় দর্শকদের দিকে তাকিয়ে নাগিন ভঙ্গি করছেন হাত দিয়ে।

বাংলাদেশ জয় উদযাপনের অন্যতম অংশ হিসাবে নাগিন ড্যান্স বিশ্বক্রিকেটে প্রসিদ্ধ। শ্রীলঙ্কার সঙ্গে একাধিকবার মুশফিকুর রহিমরা নাগিন ড্যান্স করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছেন। এবার ভারতের মাটিতে যে স্বয়ং কোহলি সেই নাগিন ভঙ্গিতেই তাঁদের নিয়ে খাটো করবেন, ভাবতে পারেনি টাইগার শিবির। মুহূর্তেই কোহলির সেই ভঙ্গি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ভারতে এসে তাঁকেই 'হুমকি'! 'দই খাওয়া' শান্তকে ভয়াবহ আক্রমণ সিরাজের, আগুন ২২ গজ, দেখুন ভিডিও

যাইহোক, শনিবার বাংলাদেশ মাঠ ছেড়েছিল হাতে ছয় উইকেট নিয়ে। সাকিব এবং অধিনায়ক শান্ত ক্রিজে টিকে ছিলেন। দুজনে মিলে রবিবার বুমরা-সিরাজের ওপেনিং স্পেল কোনওরকমে সামলে দেন। প্ৰথম ঘন্টায় একটাও উইকেট হারায়নি বাংলাদেশ।

তবে যখন মনে হচ্ছিল শান্ত-সাকিবের জুটি ভারতকে বেগ দিতে চলেছে সেই সময়েই অশ্বিন এসে দুজনের জুটিতে ভাঙন ধরান। আক্রমণে এসে অশ্বিন প্ৰথম ওভারেই ৫০ রানের জুটিতে ভাঙন ধরিয়ে সাকিবকে আউট করার পর যেন ফ্লাডগেট খুলে যায়।

এরপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। বাংলাদেশ শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪০ রান যোগ করার ফাঁকে। ৫১৫ রানের পাহাড়ের সামনে বাংলাদেশ খতম হয়ে যায় মাত্র ২৩৪ রানে। ভারতের প্ৰথম টেস্টে জয় আসে ২৮০ রানে।

Indian Team Virat Kohli Bangladesh Cricket Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment