Virat Kohli's gesture to Shakib Al Hasan after Kanpur Test: সাকিব আল হাসান ইঙ্গিত দিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন মিরপুর টেস্টই হবে তাঁর শেষ খেলা। তার আগে কানপুর টেস্ট-এর শেষ দিন মঙ্গলবার বিশেষ স্মারক হিসেবে কিংবদন্তি বাংলাদেশি ক্রিকেটারকে তাঁর ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের পর কোহলি সাকিবকে তাঁর এই ব্যাট উপহার দেন।
তবে সাকিব মিরপুর টেস্ট খেলতে চাইলেও, সেটা আদৌ তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিরাট সংশয়। বাংলাদেশের বর্তমান এলোমেলো রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলেই শোনা যাচ্ছিল। তেমনটা হলে, কানপুরই হবে তাঁর শেষ টেস্ট। ভারত কানপুর টেস্ট জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরেছে। এই ম্যাচে বৃষ্টির জন্য পুরো দুটো দিন খেলা হয়নি। টেস্ট যখন ড্র হবে বলে অনেকেই ধরে নিয়েছেন, সেই সময় রোহিতের বাহিনি গ্রিন পার্কে দুর্দান্ত খেলে ৭ উইকেটে ম্যাচ জিতেছে।
KING KOHLI IS A GEM, THE PURE SOUL…!!!! ❤️
— Tanuj Singh (@ImTanujSingh) October 1, 2024
- Virat Kohli gifted his bat to Shakib Al Hasan after the match. 👌 pic.twitter.com/UMDzVDB5N9
এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। এর ফলে ভারতের সামনে রানের লক্ষ্য দাঁড়ায় ৯৫। প্রথম ইনিংসে ৫২ রানের লিড পাওয়া ভারত ১৭.৩ ওভারে ৩ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- স্পিন বলেই মুশফিকুরকে বোল্ড করলেন বুমরা! সেরার সেরা ডেলিভারি আছড়াল স্ট্যাম্পে, দেখুন ভিডিও
দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ৮ এবং শুভমান গিল ৬ রানে অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে আউট হন। যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেন। তিনি ৫১ করেছেন। যশস্বী আর বিরাট মিলে জুটিতে ৫৮ রান করেন। বিরাট শেষ পর্যন্ত ২৯ রানে অপরাজিত থাকেন। আর, তাইজুলের বলে বাউন্ডারি মেরে খেলা শেষ করেন ঋষভ পন্থ। তিনি ওই চার রানই করেছেন। 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন যশস্বী।
চতুর্থ দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে সোমবার ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেছিলেন, 'জিজির (গৌতম গম্ভীর) দৃষ্টিকোণ মেনেই আমরা এই ম্যাচ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করছি। এটা করার জন্য সামনে একজন নেতা দরকার। রোহিত আগেও সেই নেতৃত্বের কাজটা করেছে। এখনও করছে। ওঁকে এভাবে নেতৃত্ব দিতে দেখে দারুণ লাগছে।'
শেষ ভালো যার, তার সব ভালো। শেষ পর্যন্ত ভারতের জয় হওয়ায় রোহিতের ওপর তাঁর কোচের আস্থা যে বাড়ল, তা বলাই যায়। সবচেয়ে বড় কথা এই টেস্ট সিরিজ ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরেরও টেস্ট ক্রিকেটের দুনিয়ায় পা রাখা। স্বভাবতই তিনিও সিরিজটা জিততে মরিয়া ছিলেন। শেষ পর্যন্ত তা সম্ভব হল টিম ইন্ডিয়ার দুর্দান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে।